প্রোটেম স্পিকার ভর্তৃহরি মহতাবের তত্বাবধানে সোমবার বেলা ১১টা থেকে শুরু হবে জয়ী সাংসদদের শপথ গ্রহণ। সোমবারই শুরু হয়েছে মোদি সরকারের তৃতীয় দফা জয়ের পর প্রথম লোকসভা অধিবেশন। অর্থাৎ অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন। এদিকে গত কয়েকদিনে দেশের রাজনীতি উত্তাল নিট-নেট পরীক্ষায় অনিয়ম, দুর্নীতি ইস্যুতে। এছাড়া গত কয়েকদিনে ট্রেন দুর্ঘটনাসহ একাধিক বিষয়ে সুর চড়িয়েছে বিরোধীরা। রাজনৈতিক মহলে একথা বারবার বলা হয়েছে, একাধিক ইস্যুতে প্রথম অধিবেশন থেকেই সুর চড়াবে ইন্ডিয়া জোট। তবে অধিবেশনের আগে তাদের উদ্দেশেই যেন বার্তা দিলেন প্রধানমন্ত্রী। বিরোধিরা দফায় দফায় সুর চড়ানোর আগেই মোদি বললেন, সাধারণ মানুষ সাংসদদের থেকে কাজ চায়, স্লোগান বা ঝামেলা নয়। নয়া সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, তাঁর পূর্ন আস্থা রয়েছে, সাংসদরা সাধারণ মানুষের আশা পূরণ করবেন। তিনি আরও বলেন, দেশে একটি দায়িত্বশীল বিরোধী দল প্রয়োজন।তবে সাধারণ মানুষ সংসদে সাংসদদের কাছে কাজ, আলোচনা এসব আশা করেন, ঝামেলা বা স্লোগান নয়। বিরোধীদের কটাক্ষ করে বলেন, ‘এতদিন পর্যন্ত বিরোধীদের অবস্থান ছিল হতাশাজনক।’ তবে তাঁর আশা, এবার বিরোধীরা নিজেদের ভূমিকা যথাযথ পালন করে গণতন্ত্রের মর্যাদা বজায় রাখবে। উল্লেখ্য, এবার এক দশক পর সংসদে বিরোধী দল হিসেবে উঠে এসেছে হাত শিবির। নির্বাচনের আগে থেকেই বিজেপি বিরোধিতায় একসঙ্গে লড়ছে বিরোধী জোট ইন্ডিয়া। অধিবেশনে সরকারের বিরোধিতায় একাধিক ইস্যুতে বিরোধী জোট সুর চড়াবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
Related Posts
বিজেপি শাসিত মণিপুরে ফের চলল গুলি, উত্তপ্ত জিরিবামে মৃত ৫
ফের উত্তপ্ত বিজেপি শাসিত মণিপুর। শনিবার জিরিবাম জেলায় দু’গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে নিহত হয়েছেন কমপক্ষে পাঁচ জন। ফলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে উত্তর পূর্ব ভারতের এই রাজ্যে। মণিপুরে জঙ্গি নাশকতা সন্দেহে চিরুনি তল্লাশি শুরু করেছে নিরাপত্তা বাহিনী। এ দিনও জঙ্গি ডেরার খোঁজে তল্লাশি চালিয়েছে মণিপুর পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর যৌথ দল। ইতিমধ্যেই ধ্বংস করা হয়েছে […]
‘গ্রেফতারিতে ইডি আইন মানেনি’, ভুষণ স্টিলের প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর নীরজ সিংহলকে জামিন দিল সুপ্রিমকোর্ট
ভুষণ স্টিলের প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর ও পিএমএলএ আইনে অভিযুক্ত নীরজ সিংহলকে জামিন দিল সুপ্রিম কোর্টের । গ্রেফতারিতে আইন মানেনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) মন্তব্য আদালতের। প্রায় ১৬ মাস হাজতে থাকা নীরজের মামলার শীঘ্রই শুনানির সম্ভাবনা না থাকায় জামিন বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের। আর্থিক দুর্নীতির পাশাপাশি ব্যাংক জালিয়াতির অভিযোগে ৯ জুন ধৃত। সেই গ্রেফতারির […]
সোশাল মিডিয়ায় জনপ্রিয়তার লোভে স্টান্ট করতে গিয়ে হাত-পা খুইয়ে বিকলাঙ্গ যুবক
সোশাল মিডিয়ায় জনপ্রিয়তার লোভে স্টান্টবাজি করতে গিয়ে প্রথমবার প্রাণে বেঁচে গেলেও, দ্বিতীয় দফায় হাত-পা খুইয়ে বিকলাঙ্গ হলেন এক যুবক। সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। গত ১৪ জুলাই সোশাল মিডিয়াতে এক ভিডিও ব্যাপক ভাইরাল হয়। যেখানে দেখা যায়, এক যুবক চলন্ত ট্রেনের হাতল ধরে প্ল্যার্টফর্মের উপর দিয়ে স্লাইড করছে। প্ল্যার্টফর্ম শেষ হওয়ার ঠিক আগের […]