যোগ সাধনায় ধ্যানের মাহাত্ম্য বোঝালেন প্রধানমন্ত্রী মোদি

২১ জুন, শুক্রবার আন্তর্জাতিক যোগ দিবস সারা দেশ জুড়ে পালিত হচ্ছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পৌঁছে গিয়েছিলেন শ্রীনগরে আন্তর্জাতিক যোগ দিবস পালন করতে। সেখানেই শের ই কাশ্মীর আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে বহু মানুষের সঙ্গে যোগ সাধনা করলেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে উপস্থিত সবার সঙ্গে যোগ সাধনার উপকারিতা নিয়েও আলোচনা করেন নমো । যোগ সাধনায় ধ্যানের মাহাত্ম্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে শোনা গেল। স্বাস্থ সচেতন নরেন্দ্র মোদি ঠিক কী বললেন ধ্যানের মাহাত্ম্য নিয়ে। এই আন্তর্জাতিক যোগ দিবস পালনে কার্যত গোটা বিশ্বের নজর কেড়েছেন মোদি। তিনি বলেন, ‘যোগ সমাজে পরিবর্তনের নতুন রাস্তা তৈরি করছে। যোগাব্যায়ামের মাধ্যমে আমরা বিশ্বে ইতিবাচক প্রভাব ফেলতে পারি। যোগ একটি বিজ্ঞান। আজ সেনাবাহিনী থেকে শুরু করে ক্রীড়া ক্ষেত্রে যোগব্যায়ামকে সামিল করা হয়েছে। মহাকাশচারীদেরও যোগাসনের প্রশিক্ষণ দেওয়া হয়। এতে কর্মক্ষমতা বাড়ে। যোগাসন আমাদের শরীর ও মনকে শক্তিশালী করে তোলে। যোগ আমাদের ভালভাবে বাঁচতে শেখায়।’ মোদির প্রস্তাবেই আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে যোগাসন। আন্তর্জাতিক যোগ দিবসে অংশ নিতে এবার উপত্যকাকে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। শ্রীনগরে ডাল লেকের পাশে শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে আয়োজিত যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নেন তিনি। যোগাসনের ফাঁকে তিনি অংশগ্রহণকারীদের সঙ্গে সেলফিও তোলেন। শুক্রবার যোগ দিবস উদযাপনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন লেফট্যানেন্ট গভর্নর মনোজ সিনহা এবং আয়ুষ মন্ত্রী প্রতাপরাও গণপতরাও যাদব ৷ প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্তে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ গত বছর নিউইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানের নেতৃত্ব দিয়েছিলেন তিনি ৷ এবছর জম্মু-কাশ্মীরে আয়োজিত অনুষ্ঠানে নেতৃত্ব দিলেন প্রধানমন্ত্রী৷

error: Content is protected !!