এবার এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের। শনিবার গভীর রাতে ভূপতিনগর বিস্ফোরণের তদন্তের জন্য পৌঁছায় এনআইএ। দুই তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য গাড়িতে তুলতেই এনআইএ-র গাড়িতে হামলা হয় বলে অভিযোগ। শনিবার ভূপতিনগর থানায় হামলার বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করে এনআইএ। এর মাঝেই জানা গিয়েছে যে ভূপতিনগর থানায় এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছে ধৃত তৃণমূল নেতা মনোব্রত জানার পরিবার। এফআইআর দায়ের করে সেই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। ভূপতিনগরে এনআইএ-এর উপরে হামলার ঘটনায় মুখ খুলে পাল্টা জাতীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কেন পুলিশকে না জানিয়ে মাঝরাতে এনআইএ অভিযানে গেল, সেই প্রশ্নও তুলেছেন মুখ্যমন্ত্রী৷ একই সঙ্গে এই ঘটনার নেপথ্যে বিজেপি রয়েছে বলেও সরাসরি অভিযোগ করেছেন মমতা বন্দ্য্যোপাধ্যায়৷ তাঁর অভিযোগ, ভোটের আগে তৃণমূলের সব ভোট ম্যানেজারদের গ্রেফতার করার চক্রান্ত করা হচ্ছে! এরই মধ্যে এবার এনআরএ-র বিরুদ্ধে দায়ের হল অভিযোগ। শুক্রবার রাতে মনোব্রত জানার পরিবারের তরফে NIA র আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে ৩৫৪ (শ্লীলতাহানি) সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে ভূপতিনগর থানার পুলিশ। অভিযোগে মধ্যরাতে দরজা ভেঙে বাড়িতে ঢোকা, মহিলাদের উপর নির্যাতনের কথা উল্লিখিত রয়েছে।
Related Posts
মুর্শিদাবাদের শক্তিপুরে রামনবমীর মিছিলে হামলা
নবমীর মিছিলে দুষ্কৃতীদের হামলাকে কেন্দ্র করে বুধবার বিকেলে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের শক্তিপুর থানার একাধিক এলাকা।স্থানীয় সূত্রে খবর, বুধবার শক্তিপুর রামনবমী উৎসব উদযাপন কমিটির তরফ থেকে রামনবমী উপলক্ষে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি যখন শক্তিপুর হাই স্কুল মোড়ের কাছাকাছি পৌঁছায় সেই সময় কিছু দুষ্কৃতী হঠাৎই মিছিলে অংশগ্রহণকারীদেরকে লক্ষ্য করে ইট-পাথর ছুঁড়তে থাকে।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, […]
জলপাইগুড়িতে ভেঙে পড়ল সেতুর একাংশ
উত্তরবঙ্গে লাগাতার ভারী বৃষ্টির জেরে ভেঙে পড়ল সেতুর অ্যাপ্রোচ রোডের একাংশ। যাতায়াতের সময় দুর্ঘটনা। প্রাণে বেঁচে গেলেন গাড়ির চালক-সহ গাড়িতে থাকা পড়ুয়ারা। এমন ঘটনার পরেও প্রশাসনিক কোনও উদ্যোগ না মেলায় ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা। রীতিমতো বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে, জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের মাধবডাঙা ১ গ্রাম পঞ্চায়েতের মালোপাড়া এলাকায় স্থায়ী […]
এবার ঝাড়খণ্ড সীমান্ত সিল করে দিল রাজ্য সরকার
আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এবার ঝাড়খণ্ড সীমান্ত সিল করে দিল রাজ্য সরকার। বুধবার সন্ধ্যা থেকে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের ১৯ নম্বর জাতীয় সড়কের কুলটির ডুবুরদিহি চেকপোস্ট সিল করে দেয় পুলিশ। আগামী তিনদিন বন্ধ থাকবে সীমান্ত। তবে জরুরি পরিষেবার গাড়ি ছাড়া হবে। ঝাড়খণ্ড বাঁচাতে ক্রমাগত তেনুঘাট ও পাঞ্চেত থেকে জল ছাড়ার ফলে বাংলার […]