ভাটপাড়ায় তৃণমূল কর্মী খুনে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ

১৪ আগস্ট রাতে ভাটপাড়ায় খুন হয়েছিলেন তৃণমূল কর্মী গনপত সিং। সেই খুনের ঘটনায় মূল অভিযুক্ত বিজয় পাশোয়ানকে সোমবার রাতে গ্রেপ্তার করল পুলিশ। যে ৭ এম এম রিভলভার দিয়ে গুলি করে খুন করা হয়েছিল, সেই রিভলবারও উদ্ধার করা হয়েছে। মোট চারটি রিভলভার উদ্ধার করা হয়েছে। যার মধ্যে দুটি ৭ এম এম, দুটি ওয়ান শাটার। উদ্ধার রয়েছে বেশ কয়েক রাউন্ড কার্তুজও। এলাকা দখলকে কেন্দ্র করেই এই খুনোখুনি বলে জানিয়ে দিলেন ডিসিপি নর্থ গণেশ বিশ্বাস।

error: Content is protected !!