শনিবার বিকেলে খাস কলকাতার বিধান সরণি ও কাশীবোস লেনের সংযোগস্থলে ট্রাম লাইনের নীচে সুড়ঙ্গের মাটি খুঁড়ে উদ্ধার হয় এক মহিলার দেহ। তদন্তে নামে পুলিশ। সেই ঘটনায় মৃতার নাম, পরিচয় জানাল পুলিশ। মৃতার নাম সুপর্ণা শীল। বয়স ৪৫ বছর। তিনি শ্যামপুকুরের বাসিন্দা। মহিলা মানসিক দিক থেকে অসুস্থ ছিলেন বলে জানা যাচ্ছে। দেহ উদ্ধারের পর এলাকার সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে তদন্তে নামে পুলিশ। তদন্তকারীদের দাবি, ১১ তারিখ বৃহস্পতিবার রাতে এলাকার সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, মহিলা একা ওই গর্তের দিকে যাচ্ছেন। পুলিশের প্রাথমিক অনুমান, তিনি গর্তের কাছে গিয়ে কোনওভাবে পড়ে যান। তার পরে উঠতে পারেননি। এবং সেখানেই মৃত্যু। জানা গিয়েছে, সুপর্ণা শ্যামপুকুর থানার রাজা কালিকৃষ্ণ ২ নম্বর লেনের বাসিন্দা। তাঁর দাদা মারা যাওয়ার পর ভাইপো ও বৌদির সঙ্গে থাকতেন। মানসিক ভারসাম্য হারিয়েছিলেন। কিছু শারীরিক সমস্যাও দেখা দিয়েছিল। পরিবার জানিয়েছে, অসুস্থার জেরে মাঝে মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে যেতেন তিনি। এমনকী যেখানে সেখানে মল, মূত্র ত্যাগের সমস্যা দেখা গিয়েছিল।
Related Posts
তৃণমূলের নবনির্বাচিত ২৯জন সাংসদদের নিয়ে আজ ৪ টায় বৈঠক কালীঘাটে
শনিবার বিকেল ৪ টায় সাংসদদের নিয়ে বৈঠক কালীঘাটে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে এই বৈঠক হতে চলেছে বলে সূত্রের খবর। জয়ের পর নবনির্বাচিত সাংসদদের সঙ্গে প্রথম বৈঠক দলনেত্রীর। ২০২৪-এর লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে ২৯টিতেই জয়ী হয়েছে তৃণমূল। চারদিকে শুধুই সবুজ আবির। পরবর্তী পদক্ষেপ কী হবে তা ঠিক করতেই শনিবারের বৈঠক। ২৯ জন সাংসদকে নিয়ে […]
‘আমরা যোগ্যেরা কী দোষ করলাম? যোগ্য-অযোগ্য এক ফল? সিবিআই তবে করল কী?’প্রশ্ন চাকরিহারাদের
এতদিন শহীদ মিনারে চাকরির দাবিতে ধর্না হচ্ছিল। আর এবার ন্যায় বিচারের দাবিতে ধর্নায় বসেছেন চাকরিহারাদের একাংশ। সোমবার কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরিচ্যুত হয়েছেন প্রায় ২৬ হাজার জন। হাইকোর্টের প্রায় ৩০০ পাতার একটি রায়ে চাকরিচ্যুত হয়েছেন ২৫ হাজার ৭৫৩ জন। মঙ্গলবার ন্যায় বিচারের দাবিতে তাঁদেরই কয়েকজন শহীদ মিনারের সামনে ধর্নায় বসেছেন। জানা গেছে, তারা ধর্নার পাশাপাশি সুপ্রিম […]
‘আমি দিদি হিসেবে এসেছি, কাজে ফিরতে চাইলে আপনাদের দাবিগুলি সহানভূতির সঙ্গে খতিয়ে দেখব’, জুনিয়র ডাক্তারদের ধরনা মঞ্চে এসে বার্তা মমতার
আমি দিদি হিসেবে বলছি কাজে ফিরুন- শনিবার দুপুরে আচমকা স্বাস্থ্যভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধর্না মঞ্চে গিয়ে আবেদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, আমি আপনাদের আন্দোলনকে কুর্নিশ জানাই। একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, জুনিয়র ডাক্তারদের দাবি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবেন। মমতা বন্দ্যোপাদধ্যায়ের কথায়, “তিলোত্তমা বিচার পাক আমিও চাই। ৩ মাসের মধ্যে দোষীদের ফাঁসি হোক।“ বৃষ্টি ভেজা […]