ট্রাম লাইনের নীচে সুড়ঙ্গ মহিলার দেহ উদ্ধার, প্রাতঃকৃত্যে গিয়ে গর্তে পড়ে মৃত্যু! তদন্তে প্রাথমিক অনুমান পুলিশের

শনিবার বিকেলে খাস কলকাতার বিধান সরণি ও কাশীবোস লেনের সংযোগস্থলে ট্রাম লাইনের নীচে সুড়ঙ্গের মাটি খুঁড়ে উদ্ধার হয় এক মহিলার দেহ। তদন্তে নামে পুলিশ। সেই ঘটনায় মৃতার নাম, পরিচয় জানাল পুলিশ। মৃতার নাম সুপর্ণা শীল। বয়স ৪৫ বছর। তিনি শ্যামপুকুরের বাসিন্দা। মহিলা মানসিক দিক থেকে অসুস্থ ছিলেন বলে জানা যাচ্ছে।  দেহ উদ্ধারের পর এলাকার সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে তদন্তে নামে পুলিশ। তদন্তকারীদের দাবি, ১১ তারিখ বৃহস্পতিবার রাতে এলাকার সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, মহিলা একা ওই গর্তের দিকে যাচ্ছেন। পুলিশের প্রাথমিক অনুমান, তিনি গর্তের কাছে গিয়ে কোনওভাবে পড়ে যান। তার পরে উঠতে পারেননি। এবং সেখানেই মৃত্যু। জানা গিয়েছে, সুপর্ণা শ্যামপুকুর থানার রাজা কালিকৃষ্ণ ২ নম্বর লেনের বাসিন্দা। তাঁর দাদা মারা যাওয়ার পর ভাইপো ও বৌদির সঙ্গে থাকতেন। মানসিক ভারসাম্য হারিয়েছিলেন। কিছু শারীরিক সমস্যাও দেখা দিয়েছিল। পরিবার জানিয়েছে, অসুস্থার জেরে মাঝে মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে যেতেন তিনি। এমনকী যেখানে সেখানে মল, মূত্র ত্যাগের সমস্যা দেখা গিয়েছিল।

error: Content is protected !!