অরুণাচল প্রদেশে ভূমিধসের কারণে দিবাং উপত্যকার হুনলি এবং অনিনির মধ্যে জাতীয় সড়ক ৩১৩ ক্ষতিগ্রস্ত হয়েছে। টানা ভারি বর্ষণে পাহাড়ি জেলার এই সড়কে গতকাল ভূমিধসের ঘটনা ঘটেছে। এর জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং দিবাং উপত্যকা জেলা সদর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই মহাসড়কটি ভারত-চীন সীমান্ত থেকে প্রায় ৮৩ কিলোমিটার দূরে অবস্থিত দিবাং উপত্যকায় রোয়িংকে অনিনির সাথে সংযুক্ত করে। একজন কর্মকর্তা বলেছেন যে মহাসড়ক মেরামতের কাজ যুদ্ধের ভিত্তিতে চলছে এবং জেলা প্রশাসন ক্রমাগত পরিস্থিতি খতিয়ে দেখছে। কর্মকর্তারা জানিয়েছেন যে বুধবার রাতে ভূমিধসের কারণে দিবাং উপত্যকার হুনলি এবং আনিনির মধ্যে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে সীমান্ত জেলাটি বিচ্ছিন্ন হয়ে গেছে। অতিরিক্ত জেলা প্রশাসক ধ্রুবজ্যোতি বোরা বলছেন, সড়কে যান চলাচল শুরু হতে কয়েকদিন সময় লাগতে পারে। বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে সড়কটি হালকা যানবাহনের জন্য খুলে দেওয়া যাবে বলেও জানান তিনি। জেলা প্রশাসন জনগণকে সতর্কতা অবলম্বন করতে এবং মেরামতের কাজ শেষ না হওয়া পর্যন্ত ভ্রমণ এড়ানোর পরামর্শ দিয়েছে।
Related Posts
আগামী ২৩ জুলাই বাজেট, জানালেন সংসদ বিষয়ক মন্ত্রী
অবশেষে বাজেটের দিনক্ষণ ঘোষণা করল মোদি সরকার। সরকার গঠন হওয়ার পরেই কবে পরবর্তী বাজেট পেশ হবে তা নিয়ে উৎকণ্ঠা ছিল সাধারণ মানুষের মধ্যে। শনিবার দেশের সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজুজু এক্স হ্যান্ডলে বাজেটের দিনক্ষণ ঘোষণা করেন। জানা গিয়েছে চলতি মাসের ২২ তারিখ থেকে শুরু হবে বাজেট অধিবেশন। চলবে ২২ অগস্ট পর্যন্ত। ভারত সরকারের তরফে দেশের […]
ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস ব্রহ্মপুত্র-এ বিধ্বংসী আগুন
ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস ব্রহ্মপুত্র-এ বিধ্বংসী আগুন। জানা যায়, মুম্বইয়ের নৌবাহিনীর ডকে রক্ষণাবেক্ষণের কাজ চলছিল আইএনএস ব্রহ্মপুত্র-এর। রবিবার রাতে ভারতীয় নৌবাহিনীর এই যুদ্ধজাহাজে আগুন লাগে। নৌবাহিনীর তরফে জানানো হয়েছে, সমস্ত কর্মীরা নিরাপদে আছেন, শুধু একজন জুনিয়র নাবিক নিখোঁজ। উদ্ধারকারী দল তাঁকে খুঁজছে। নৌবাহিনী জানিয়েছে, জাহাজটি একদিকে হেলে পড়েছে। ডকে নির্দিষ্ট বার্থে হেলানো অবস্থাতেই রাখা হয়েছে […]
প্রয়াত বিএসপি নেতা আমস্ট্রংয়ের পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন
প্রয়াত বিএসপি নেতা কে আমস্ট্রংয়ের পরিবারের সঙ্গে দেখা করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। পরিবারের পাশে থাকার আশ্বাসের পাশাপাশি দিলেন দোষীদের উপযুক্ত শাস্তির। স্ট্যালিনের আগে পুলিশ কমিশনার সন্দীপ রাই রাঠোর দেখা করেন আমস্ট্রংয়ের পরিবারের সঙ্গে। বিপক্ষ দলের পক্ষ থেকে ইতিমধ্যেই এই ঘটনায় সিবিআই তদন্ত দাবি করা হয়েছে। এদিন দেখা করার পর স্ট্যালিং লেখেন, দোষীরা উপযুক্ত […]