ভারত্রুহরি মেহতাবকে প্রোটেম স্পিকার হিসাবে নিয়োগ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। লোকসভার ৯৫(১) ধারা অনুসারে তাঁকে প্রো-টেম স্পিকার হিসাবে নিয়োগ করা হয়েছে। স্পিকার হিসাবে কেউ দায়িত্ব না পাওয়া পর্যন্ত তিনি স্পিকারের দায়িত্ব পালন করবেন। সংসদ বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, রাষ্ট্রপতি শ্রী ভারত্রুহরি মেহতাবকে প্রোটেম স্পিকার হিসাবে নিয়োগ করেছেন। স্পিকার নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি স্পিকারের দায়িত্ব পালন করবেন। সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, রাষ্ট্রপতি সুরেশ কোদিকুন্নিল, থাল্লিকোট্টাই রাজুথেভার বালু, রাধা মোহন সিং, ফাগ্গন সিং কুলাস্তে ও সুদীপ বন্দ্যোপাধ্য়ায়ের নামের তালিকা দিয়েছেন। তাঁরা প্রোটেম স্পিকারকে প্রয়োজনীয় সহযোগিতা করবেন। নতুন স্পিকার নিয়োগ না হওয়া পর্যন্ত তাঁরা এই দায়িত্ব চালিয়ে যাবেন। এদিকে আগামী ২৬শে জুন স্পিকার নিয়োগ করা হবে। এদিকে মেহতাবের আগে বিজেপি এমপি ওম বিড়লা এই স্পিকারের দায়িত্ব পালন করতেন। ২০১৯ সালের জুন মাসে তাঁকে স্পিকার হিসাবে নিয়োগ করা হয়েছিল। তবে এবার নতুন সরকারের আমলে নতুন ব্যক্তিকে স্পিকার হিসাবে নিয়োগ করা হবে। তার প্রক্রিয়াও শুরু হচ্ছে। তবে যতদিন না স্পিকার হিসাবে কাউকে দায়িত্ব দেওয়া না হচ্ছে ততদিন প্রোটেম স্পিকার হিসাবে তিনি দায়িত্ব চালিয়ে যাবেন।
Related Posts
অরুণাচল প্রদেশে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন পেমা খান্ডু
পেমা খান্ডু এই নিয়ে টানা তৃতীয়বারের মতো অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন। তার ডেপুটি সিএম হিসেবে শপথ নেন চৌনা মেন। এদিন তিনি ছাড়াও বিউরাম ওয়াঘা, নিয়াতো দুকাম, গ্যানরিল ডেনওয়াং ওয়াংসু, ওয়াঙ্কি লোয়াং, পাসাং দরজি সোনা, মামা এনতুং, দাসাংলু পুল, বালো রাজা, কেনতো জিনি এবং ওজিং তাসিং মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। ইটানগরের দরজি খান্ডু কনভেনশন […]
ভারতে ‘মাঙ্কিপক্স’ নিয়ে জারি সর্তকতা
মাঙ্কিপক্স নিয়ে এখনই চিন্তার কোনও কারণ নেই। জানিয়ে দিলেন কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী সরণ প্রকাশ পাটিল। তিনি বলেন, আফ্রিকার বেশ কয়েকটি দেশে এই মাঙ্কিপক্স ভয়াবহ আকার নিলেও ভারতে এর কোনও প্রভাব পড়বে না। এখানেই থেমে থাকেননি মন্ত্রী। তিনি আরও বলেন, ভারত মাঙ্কিপক্স মোকাবিলায় প্রস্তুত। তাই অহেতুক চিন্তার কোনও কারণ নেই।একটু সতর্ক থাকলেই আটকানো যায় মাঙ্কিপক্স। এটি দুই […]
ভোটের আগে আমেঠির কংগ্রেস কার্যালয়ে দুষ্কৃতী হামলা
আমেঠি পুনরুদ্ধারে কোমর বেঁধে নেমেছে কংগ্রেস। তবে প্রতিপক্ষও কম শক্তিশালী নয়। জাতীয় রাজনীতির পাখির চোখ সেই আমেঠি কেন্দ্রে এবার দুষ্কৃতী হামলা। রবিবার আমেঠিতে কংগ্রেসের পার্টি অফিসে হামলা চালালো কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী। অফিসে হামলার পাশাপাশি বাইরে রাখা একাধিক গাড়িতে ভাঙচুর চালানো হল। এই ঘটনায় রীতিমতো শোরগোল শুরু হয়েছে। জানা গিয়েছে, রবিবার মধ্যরাতে হঠাৎ কংগ্রেসের পার্টি […]