বৃহস্পতিবার আম আদমি পার্টির সংসদ বয়কটের মধ্যেই অষ্টাদশ লোকসভার প্রাক্কালে সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। উভয় কক্ষে ভাষণের সময় অসম প্রসঙ্গ তুললেও, অগ্নিগর্ভ মণিপুর নিয়ে চুপই রইলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সংসদের উভয় কক্ষে তাঁর ভাষণ উপস্থাপন দেন বৃহস্পতিবার। লোকসভ এবং রাজ্যসভার যৌথ অধিবেশনে ভাষণ দেন। যথারীতি ভাষণে সরকারের বিভিন্ন ক্ষেত্রে সাফল্যে ভূয়সী প্রশংসা ও স্তূতিবাক্য ফুটে ওঠে তাঁর বক্তব্যে। অসম প্রসঙ্গ তুললেও এদিন মণিপুর ইস্যু তুললেনই না রাষ্ট্রপতি। এদিন তিনি বলেন, “ভারত উত্তর-পূর্ব ভারতে স্থায়ী শান্তি-উন্নয়নের লক্ষ্যে কাজ চলছে। বুলেট ট্রেনের করিডরের জন্য কাজ চলছে। উত্তর-পূর্ব ভারতের বিকাশের জন্য চার গুণ বরাদ্দ বাড়ানো হয়েছে। যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটনের বিকাশ হয়েছে। অসমে সেমি কন্ডাক্টর কারখানা তৈরি হচ্ছে। উত্তর-পূর্বে শান্তি ফেরাতে একাধিক পদক্ষেপ করা হয়েছে।” অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্বকারী সকল খেলোয়াড়কে শুভেচ্ছা। ১ জুলাই থেকে ন্যায় সংহিতা চালু হবে। ব্রিটিশরাজে গোলামি ব্যবস্থায় শাস্তির বিধান ছিল। সেই আইন বদলের সাহস দেখিয়েছে সরকার। এবার শাস্তির বদলে ন্যায়ে বিশেষ জোর দেওয়া হবে। CAA-র অধীনে নাগরিকত্ব দেওয়া হচ্ছে। রাষ্ট্রপতির ভাষণে প্রশ্ন ফাঁসের কথা বলা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, “সরকার প্রশ্ন ফাঁসের ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের কঠোর শাস্তি দিতে প্রতিশ্রুতিবদ্ধ। দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে এ বিষয়ে দেশব্যাপী দৃঢ় পদক্ষেপ নেওয়া প্রয়োজন।”
Related Posts
দলের সম্মতি নেই, লোকসভার প্রোটেম স্পিকারের দায়িত্বে ‘না’ তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের
সাংসদদের শপথ অনুষ্ঠানে কেন্দ্রীয় সরকার তৈরি করা প্রোটেম স্পিকারদের তালিকায় নাম ছিল তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের । তবে সেই দায়িত্ব পালন করবেন না তিনি ৷ সে কথা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন তৃণমূলের এই প্রবীণ নেতা । তাঁর কথায়, “দল চায় না ‘ইন্ডিয়া’ জোটের মধ্যে কোনও প্রভাব পড়ুক । আমি বরাবরই দলের অনুগত সৈনিক […]
‘বিচারব্যবস্থাকে দুর্বল করার চেষ্টা হচ্ছে’, প্রধান বিচারপতিকে খোলা চিঠি ২১ জন অবসরপ্রাপ্ত বিচারপতির
লোকসভা নির্বাচনের মুখে বিচার বিভাগ নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিলেন দেশের অবসরপ্রাপ্ত বিচারপতিরা ৷ নির্দিষ্ট কিছু চাপ, ভুল তথ্য এবং জনসমক্ষে অবজ্ঞার মাধ্যমে বিচার বিভাগকে দুর্বল করার জন্য কোন কোন মহল থেকে বারবার চাপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে ৷ যা নিয়ে দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে চিঠি লিখেছেন সুপ্রিম কোর্ট […]
কংগ্রেস সংসদীয় দলের সভাপতি নির্বাচিত হলেন সোনিয়া গান্ধী
কংগ্রেস সংসদীয় দলের সভাপতি নির্বাচিত হয়েছেন সোনিয়া গান্ধী। পার্লামেন্টের সেন্ট্রাল হলে দলীয় নেতাদের বৈঠকে সোনিয়ার নাম প্রস্তাব করেন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সমর্থন করেছেন গৌরব গগৈ এবং তারিক আনোয়ার। এর আগে কংগ্রেস ওয়ার্কিং কমিটির (সিডব্লিউসি) বৈঠক হয়। এতে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে লোকসভায় বিরোধীদলীয় নেতা করার প্রস্তাবও আনা হয়েছে। সূত্রের খবর, সিডব্লিউসি বৈঠকে এমনও ইঙ্গিত […]