৭টি রাজ্যের ১৩টি আসনের মধ্যে ১০টিতে জিতেছে ইন্ডিয়া জোট। এই বড়সড় জয়ের পর প্রথম প্রতিক্রিয়া দিলেন রাহুল গান্ধী। শনিবার সন্ধ্যায় এক্স হ্যান্ডেলে একটি পোস্টে লোকসভার বিরোধী দলনেতা বলেন, ‘সাত রাজ্যের বিধানসভা উপনির্বাচনের ফলাফল প্রমাণ করছে, ভয় এবং বিভ্রান্তির যে পরিবেশ BJP তৈরি করেছিল, মানুষ তা চূর্ণ করে দিয়েছে।’ রাহুল গান্ধী আরও বলেন, ‘কৃষক, শ্রমিক, যুবক থেকে শুরু করে ব্যবসায়ী কিংবা চাকরিজীবী, সমাজের প্রতিটি ক্ষেত্রেই মানুষই চেয়েছেন স্বৈরাচার ধ্বংস হয়ে ন্যায় প্রতিষ্ঠা হোক। জীবনের উন্নতি এবং সংবিধানের রক্ষার জন্য এখন প্রতিটি মানুষই ইন্ডিয়া জোটের পক্ষে। জয় হিন্দুস্তান। জয় সংবিধান।’ উল্লেখ্য, লোকসভা নির্বাচন পরবর্তী প্রথম পরীক্ষার ফলপ্রকাশ হল শনিবার। সাত রাজ্যের ১৩ আসনে বিধানসভা উপনির্বাচনে ল্যান্ডস্লাইড ভিক্ট্রি ইন্ডিয়া জোটের। ধরাশায়ী কেন্দ্রের শাসকদল। উত্তরাখণ্ডের দু’টি আসনেই জিতেছেন কংগ্রেস প্রার্থীরা। বদ্রীনাথ আসনটি ধরে রাখার পাশাপাশি মঙ্গালুর BSP-র থেকে ছিনিয়ে নিয়েছে হাত শিবির। বাংলায় তৃণমূল, হিমালচল, উত্তরাখণ্ডে কংগ্রেস, পঞ্জাবে আপ এবং তামিলনাড়ুতে এগিয়ে DMK প্রার্থীরা বড় ব্যবধানে জয়ী হয়েছেন। সাত রাজ্যের ১৩ আসনের উপনির্বাচনে ১০টি ছিনিয়ে নিয়েছে ইন্ডিয়া জোট। দু’টি আসন মাত্র পেয়েছে BJP। আর একটিতে NDA শিবিরের JDU-কে হারিয়ে জয়ী নির্দল প্রার্থী। হিমাচল প্রদেশে জয়ী মুখ্যমন্ত্রী সুখুর স্ত্রী। পঞ্জাবে জয়জয়কার আপের। পশ্চিমবঙ্গে দাপট বজায় রাখল তৃণমূল কংগ্রেস।
Related Posts
হাওড়া-মুম্বই সিএসএমটি এক্সপ্রেস দুর্ঘটনার জেরে একগুচ্ছ ট্রেন বাতিল
ফের রেল দুর্ঘটনা। মঙ্গলবার ভোররাতে ঝাড়খণ্ডের চক্রধরপুর ডিভিশনে রাজখরসাওয়ান এবং বরাবাম্বুরের মধ্যবর্তী এলাকায় ১২৮১০ হাওড়া-ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস এক্সপ্রেস লাইনচ্যুত হয়। খেলনা গাড়ির মতো রেললাইনে ছিটকে পড়ে ট্রেনটির ১৮টি বগি। একটি মালগাড়ির সঙ্গে ধাক্কার জেরেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে দক্ষিণ পূর্ব রেল। এই রেল দুর্ঘটনায় এখনও পর্যন্ত দু’জন যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত […]
ইউপিএসসি চেয়ারপর্সন হচ্ছে আইএএস প্রীতি সুদান
আইএএস ট্রেনি পূজা খেদকরকে নিয়ে বিতর্কের মাঝে ইউপিএসসি প্রধানের পদ থেকে পদত্যাগ করেছিলেন মনোজ সোনি। এবার তাঁর জায়গায় ইউপিএসসি চেয়ারপর্সন করা হচ্ছে ১৯৮৩ ব্যাচের আইএএস অফিসার প্রীতি সুদানকে। ১ অগস্ট থেকে তিনি ইউপিএসসি চেয়ারপার্সন পদে যোগ দেবেন। তিনি ২০২৫ সালের ২৯ এপ্রিল পর্যন্ত এই পদে বহল থাকবেন। এর আগে তিনি কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবের পদে দায়িত্ব […]
আড়াই লক্ষ সরকারি কর্মীর বেতন বন্ধ করল যোগী আদিত্যনাথের সরকার!
প্রায় আড়াই লক্ষ সরকারি কর্মীর বেতন বন্ধ করে দিল উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। বিজেপি সরকারের অভিযোগ, এই বিপুল সংখ্যক কর্মী নিজেদের সম্পত্তির হিসাব পেশ করেননি। তাই অগাস্ট মাসের বেতন পেলেন না কয়েক লাখ রাজ্য সরকারি কর্মী। এর আগে যোগী সরকার নির্দেশিকা জারি করে বলেছিল, আইএএস পদমর্যাদা থেকে সাধারণ কেরানি পর্যন্ত সব স্তরের কর্মীকে নিজেদের স্থাবর […]