মধ্যপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা। বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় ট্রাক্টর-ট্রলি উল্টে মৃত্যু হল ১৩ জনের ৷ গুরুতর আহত হয়েছেন ১৬ জন ৷ নিহতদের মধ্যে ৪ জন শিশুও রয়েছে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ চিকিৎসার জন্য আহতদের দ্রুত হাসপাতালে ভরতি করা হয় । দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মোহন যাদব এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
Related Posts
খসে পড়ল বিমানের ধাতব টুকরো, জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার
আকাশ থেকে ধাতব টুকরো পড়ার আগেই ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাহরিনের উদ্দেশে একটি বিমান রওনা দেয় ৷ যে আকাশ পথ দিয়ে সেটির যাওয়ার কথা ছিল তার কাছেই ওই ঘটনা ঘটে ৷ তারপরেই এয়ার ইন্ডিয়া বিবৃতি দিয়ে জানায়, ওই ধাতব অংশ বাহরিনগামী বিমানেরই ছিল ৷ সেটি আকাশে ওড়ার ২২ মিনিটেই জরুরি অবতরণ করানো হয় ৷ […]
বাজেটে ধর্মীয় পর্যটনে গুরুত্ব, বিষ্ণুপদ-মহাবোধি মন্দিরে তৈরি হবে করিডর
একাধিক প্রকল্প ঘোষণার পাশাপাশি পর্যটনের প্রচারের ওপরেও বিশেষ জোর দেওয়া হয়েছে। বিশেষ করে মন্দির সংলগ্ন শহরগুলিতে পর্যটনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বাজেটে। উত্তর প্রদেশের বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির করিডরের আদলে বিষ্ণুপদ মন্দির করিডর এবং মহাবোধি মন্দির করিডর তৈরি করা হবে বলে এদিন বাজেটে ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কেন্দ্রীয় সরকার এই মন্দির শহরগুলিকে বিশ্বমানের পর্যটন হাব […]
একটানা ভারি বৃষ্টিতে জলমগ্ন দিল্লিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত তরুণী
দেশজুড়ে বর্ষা আসতেই চরম ভোগান্তি । একাধিক রাজ্যে প্রাণহানির ঘটনাও অব্যাহত। জলমগ্ন দিল্লিতে রাস্তায় পা রাখতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন ৩৪ বছরের এক তরুণী। শনিবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভজনপুরায়। একটানা ভারি বৃষ্টিতে যমুনা বিহারের সি ব্লকে জল জমে গিয়েছিল। ওই গৃহবধূ বাজারে যাচ্ছিলেন। জমা জলা পা রাখতেই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তড়িঘড়ি করে তাঁকে স্থানীয় হাসপাতালে […]