চেন্নাইয়ে বিএমডবলিউ পিষে দিল চিত্রশিল্পীকে, অভিযুক্ত রাজ্যসভার সাংসদের মেয়ে পেয়ে গেলেন জামিনও

পুণের পোর্শে কাণ্ডের ভয়াবহতা এখনও কাটেনি। এরই মধ্যে প্রভাবশালীর গাড়ি পিষে দিল এক চিত্রশিল্পীকে। চেন্নাইয়ে রাজ্যসভার সাংসদ বিড়া মস্তান রাওয়ের মেয়ে মাধুরীর বিরুদ্ধে অভিযোগ উঠল পথের ধারে শুয়ে থাকা এক ব্যক্তিকে চাপা দেওয়ার। অভিযোগ মত্ত অবস্থায় তিনি গাড়ি চালাচ্ছিলেন। আহত ব্যক্তি মারা যান। এদিকে গ্রেপ্তার হওয়ার পর জামিনও পেয়ে গেলেন অভিযুক্ত। অভিযোগ, গত সোমবার রাতে ওয়াইএসআর কংগ্রেস নেতা রাওয়ের কন্যা মাধুরী বিএমডবলিউ চালাচ্ছিলেন। তাঁর পাশে ছিলেন এক বান্ধবী। সেই সময় সূর্য নামের ২৪ বছরের এক চিত্রশিল্পীর উপর দিয়েই গাড়ি চালিয়ে দেন তিনি। চেন্নাইয়ের বসন্তনগরের এক পেভমেন্টের উপরে অপ্রকৃতিস্থ অবস্থায় শুয়েছিলেন সূর্য। দুর্ঘটনার পর গাড়িটিকে ঘিরে লোকের ভিড় জমে যায়। মাধুরী পালান। তাঁর বান্ধবীও কিছুক্ষণ তর্কাতর্কি করে সেখান থেকে সরে পড়েন। এলাকাবাসীরাই সূর্যকে হাসপাতালে ভর্তি করেন। সেখানেই তাঁর মৃত্যু হয়। জানা গেছে আট মাস আগে বিয়ে হয় সূর্যর। তাঁর দুর্ঘটনার কবলে পড়ার কথা জানার পর আত্মীয়স্বজন ও কলোনির বাসিন্দারা ভিড় জমান থানায়। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে জানতে পারে গাড়িটি কার। বিক্ষোভের মুখে পড়ে গ্রেপ্তার করা হয় মাধুরীকে। কিন্তু পরে তিনি জামিন পেয়ে যান। জানা গেছে রাও ২০২২ সালে রাজ্যসভার সাংসদ হন। তিনি এক জন বিধায়কও বটে। 

error: Content is protected !!