পুণের পোর্শে কাণ্ডের ভয়াবহতা এখনও কাটেনি। এরই মধ্যে প্রভাবশালীর গাড়ি পিষে দিল এক চিত্রশিল্পীকে। চেন্নাইয়ে রাজ্যসভার সাংসদ বিড়া মস্তান রাওয়ের মেয়ে মাধুরীর বিরুদ্ধে অভিযোগ উঠল পথের ধারে শুয়ে থাকা এক ব্যক্তিকে চাপা দেওয়ার। অভিযোগ মত্ত অবস্থায় তিনি গাড়ি চালাচ্ছিলেন। আহত ব্যক্তি মারা যান। এদিকে গ্রেপ্তার হওয়ার পর জামিনও পেয়ে গেলেন অভিযুক্ত। অভিযোগ, গত সোমবার রাতে ওয়াইএসআর কংগ্রেস নেতা রাওয়ের কন্যা মাধুরী বিএমডবলিউ চালাচ্ছিলেন। তাঁর পাশে ছিলেন এক বান্ধবী। সেই সময় সূর্য নামের ২৪ বছরের এক চিত্রশিল্পীর উপর দিয়েই গাড়ি চালিয়ে দেন তিনি। চেন্নাইয়ের বসন্তনগরের এক পেভমেন্টের উপরে অপ্রকৃতিস্থ অবস্থায় শুয়েছিলেন সূর্য। দুর্ঘটনার পর গাড়িটিকে ঘিরে লোকের ভিড় জমে যায়। মাধুরী পালান। তাঁর বান্ধবীও কিছুক্ষণ তর্কাতর্কি করে সেখান থেকে সরে পড়েন। এলাকাবাসীরাই সূর্যকে হাসপাতালে ভর্তি করেন। সেখানেই তাঁর মৃত্যু হয়। জানা গেছে আট মাস আগে বিয়ে হয় সূর্যর। তাঁর দুর্ঘটনার কবলে পড়ার কথা জানার পর আত্মীয়স্বজন ও কলোনির বাসিন্দারা ভিড় জমান থানায়। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে জানতে পারে গাড়িটি কার। বিক্ষোভের মুখে পড়ে গ্রেপ্তার করা হয় মাধুরীকে। কিন্তু পরে তিনি জামিন পেয়ে যান। জানা গেছে রাও ২০২২ সালে রাজ্যসভার সাংসদ হন। তিনি এক জন বিধায়কও বটে।
Related Posts
কিছু দল নিজেদের ব্যর্থতা লুকোতে সংসদকে ব্যবহার করে, বাজেটের আগে বিরোধীদের আক্রমণ মোদির
আজ থেকে সংসদে শুরু হচ্ছে বর্ষাকালীন অধিবেশন। মঙ্গলবার ২০২৪-২৫ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে। এদিকে এই অধিবেশনে নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁস থেকে শুরু করে কানওয়ার যাত্রাপথে সব খাবারের দোকানে মালিকের নাম প্রদর্শনের নির্দেশিকা নিয়ে তোলপাড় হতে পারে সংসদ। আর বিরোধীদের সেই আক্রমণের আগেই পালটা আক্রমণ শানিয়ে বসলেন নরেন্দ্র মোদি। আজ অধিবেশনের শুরুতে সংবাদমাধ্যমের মুখোমুখি […]
উড়ন্ত বিমানের দরজা খোলার চেষ্টা করায় গ্রেফতার যাত্রী
ইন্দোর থেকে হায়দ্রাবাদ যাওয়ার সময় বিমানের দরজা মাঝ আকাশে খোলার চেষ্টা করায় এক যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার পুলিশ এ তথ্য জানিয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে ২১ মে। এখানে রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (আরজিআইএ) বিমানটি অবতরণের কয়েক মিনিট আগে 29 বছর বয়সী যাত্রী ফ্লাইটের সময় দরজা খোলার চেষ্টা করেছিলেন এবং বিমান সংস্থার কর্মীদের সাথে তর্ক […]
বিজেপি শাসিত রাজস্থানের পিটিয়ে খুন মালদার শ্রমিক
নৃশংস মারধরে ফেটে গিয়েছিল নাড়িভুঁড়ি। অপারেশন করেও বাঁচাতে পারলেন না চিকিৎকরা। সহকর্মীদের বেদম প্রহারে ‘ডাবল ইঞ্জিন’ রাজস্থানের জয়পুরে প্রাণ হারালেন বাংলার হরিশ্চন্দ্রপুরের পরিযায়ী শ্রমিক মোতি আলি (৪২)। এই ঘটনা ফের প্রশ্ন তুলে দিল বিজেপি শাসিত রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। কারণ, কয়েকদিন আগেই বাংলার আরও এক পরিযায়ী শ্রমিক পদ্মপার্টির হরিয়ানায় গোরক্ষকদের হাতে খুন হন। এই মর্মান্তিক […]