দক্ষিণ দিনাজপুরে ৩ বছরের শিশু কন্যাকে ধর্ষণ! ৪ বছর পর দোষীকে ২০ কারাদণ্ডের আদেশ দিল আদালতের

২০২০ সালের যৌন নির্যতনের ঘটনার রায় ঘোষণা ২০২৪ সালে। চার বছর আগে, সকাল সাড়ে আটটা নাগাদ বাড়ির বাইরে খেলতে গিয়েছিল তিন বছরের মেয়ে। ঘন্টাখানেক পরেই যন্ত্রণায় কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এসে মাকে জানায়, তার গোপনাঙ্গে ব্যথা। আতঙ্কিত মা দেখেন, রক্ত পড়ছে ওইটুকু শিশুর গোপনাঙ্গ থেকে। নানাবিধ জিজ্ঞাসাবাদের পর প্রকাশ পায়, শিশুটির উপর যৌন নির্যাতন করেছে তার মায়েরই ঘনিষ্ঠ আত্মীয় অমিত পাহান। নির্যাতনের বিশদ বিবরণ নিষ্প্রয়োজন। ঘটনা ২০২০ সালের ১৮ জানুয়ারির। সেদিনই দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করেন মা। পকসো আইনের অধীনে রুজু হয় এই মামলা। মামলার দায়িত্ব নেন সাব-ইন্সপেক্টর সমর রায়, মাত্র ২৪ দিনের মধ্যে তদন্তপ্রক্রিয়া সমাপ্ত করে, অভিযুক্তকে গ্রেফতার করে দাখিল করেন চার্জশিট। বিচার চলাকালীন আগাগোড়া হেফাজতে থাকেন অমিত পাহান। সম্প্রতি প্রকাশিত মামলার রায়ে যার ২০ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত, সঙ্গে আর্থিক জরিমানা।

error: Content is protected !!