এবার পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় আরও সক্রিয় হয়ে উঠল সিবিআই। অয়ন শীল ঘনিষ্ঠ দালাল দেবেশ চক্রবর্তীকে এবার তলব করল সিবিআই। কদিন আগেই পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট জমা দেন সিবিআই অফিসাররা। সেখানে দেখা যাচ্ছে, দেবেশ চক্রবর্তীর নাম রয়েছে। তাই এবার তাঁকে তলব করা হয়েছে। আজ, সোমবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে। দেবেশ এই দুর্নীতিতে মিডলম্যানের কাজ করতেন বলে সিবিআই তথ্য পেয়েছে। তাই সিবিআই জানতে চায়, মিডলম্যান হিসাবে আর কারা কাজ করতেন। আর মিডলম্যান হওয়ার দরুণ দাতা এবং গ্রহীতা দু’জনকেই চেনার কথা দেবেশের। কার কাছ থেকে দেবেশ টাকা নিয়ে কার হাতে তুলে দিতেন সেসব যাবতীয় তথ্য দেবেশ চক্রবর্তীর থেকে পেতে চাইছেন তদন্তকারীরা। তাঁর বয়ান আজ রেকর্ড করা হবে। সিবিআই যে তথ্যপ্রমাণ পেয়েছে তাতে অয়ন ঘনিষ্ঠ দেবেশই ৬০০ জনের বেশি চাকরিপ্রার্থীকে নিয়োগের জন্য পাঠিয়েছিলেন। সুতরাং শুধু টাকাপয়সার লেনদেনে থেমে থাকেনি বিষয়টি। বাড়তি রোজগার করতে চাকরির বিনিময়ে টাকাও নিয়েছেন দেবেশ। এখানেই শেষ নয়, সূত্রের খবর, পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তকারীদের নজরে আছেন একাধিক প্রভাবশালী ব্যক্তি। তাঁদের মধ্যে নেতা–মন্ত্রীরাও রয়েছেন সিবিআই জানতে পেরেছে। সেই তালিকা অনুযায়ী একের পর এক সবাইকেই তলব করা হবে। চলতি সপ্তাহেই পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট জমা দেয় সিবিআই। সেখানে প্রথমেই নাম আছে দক্ষিণ দমদম পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু গোপাল রায় এবং অয়ন শীলের। করোনাভাইরাসের সময় দক্ষিণ দমদম পৌরসভায় হঠাৎ করেই ২৯ জনের চাকরি হয়েছিল। আর এই নিয়োগে সম্পূর্ণ দুর্নীতি হয়েছে। নিয়ম মেনে এই নিয়োগ হয়নি বলেই সিবিআইয়ের দাবি।
Related Posts
পুনে-নাসিক হাইওয়েতে গাড়ির ধাক্কায় মৃত্যু বাইক চালকের
শনিবার রাত সাড়ে ন’টা নাগাদ পুনে-নাসিক হাইওয়েতে বাইক আরোহী তুরুণকে সামনে থেকে ধাক্কা মারল একটি ফরচুনার গাড়ি ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ১৯ বছরের ওম ভালেরাও নামে ওই তরুণের ৷ আর এই ঘটনায় অভিযুক্তের পরিচয়, মহারাষ্ট্রের খেড় আলান্দির বিধায়ক দিলীপ মোহিতে পাতিলের ভাইপো ময়ূর মোহিতে ৷ পুলিশের তরফে জানান হয়েছে, রাস্তা রং-সাইড দিয়ে তীব্র গতিতে গাড়ি […]
কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিরুদ্ধে মামলার অনুমতি দিলেন রাজ্যপাল
মহীশূর আরবান ডেভেলপমেন্ট অথরিটি (MUDA)-র জমি বরাদ্দ সংক্রান্ত কেলেঙ্কারির অভিযোগে এবার মামলার মুখোমুখি হতে চলেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। জানা গিয়েছে, রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলত জমি কেলেঙ্কারিতে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিরুদ্ধে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। আরটিআই কর্মী টিজে আব্রাহাম এবং স্নেহামাই কৃষ্ণের অভিযোগের ভিত্তিতে রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলত মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিরুদ্ধে মামলার অনুমতি দিয়েছেন। রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলত MUDA জমি […]
বিধানসভা নির্বাচনের আগে জম্মু-কাশ্মীরে জারি ‘হাই-অ্যালার্ট’
সামনেই জম্মু-কাশ্মীরের নির্বাচন। এখানে সুষ্ঠুভাবে ভোট করাতে গেলে প্রয়োজন সঠিক নিরাপত্তা। সেই কাজেই এবার তৎপর ভারতীয় সেনা। জম্মুতে ইতিমধ্যেই বাড়তি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ১৮ সেপ্টেম্বর থেকে হবে বিধানসভা ভোট। মোট তিনদফায় হবে ভোট। গোটা জম্মু-কাশ্মীর জুড়ে ইতিমধ্যেই জারি করা হয়েছে হাই অ্যালার্ট। গোয়েন্দাদের কাছে খবর রয়েছে এই নির্বাচনকে ঘিরে জঙ্গি হামলার ঘটনা হতে পারে। […]