আরজি করের কাণ্ড নিয়ে অমিত শাহের সঙ্গে জরুরি বৈঠক করতে দিল্লি যাচ্ছেন রাজ্যপাল

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজ্যজুড়ে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। এখন এই নারকীয় ঘটনার বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। তাতে বিপাকে পড়ছেন রোগীরা। এই আবহে আজ, সোমবার সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের নেতারা। আজ জরুরি ভিত্তিতে নয়াদিল্লি যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবন সূত্রে খবর, আজ বিকেলেই নয়াদিল্লি যাচ্ছেন রাজ্যপাল। কিন্তু কেন যাচ্ছেন?‌ সেটা গোপন রাখা হয়েছে। ইতিমধ্যেই আরজি কর হাসপাতালের ইস্যু নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট পাঠিয়েছেন রাজ্যপাল। আর সোমবার রাতে নয়াদিল্লি পৌঁছে রাতেই বা মঙ্গলবার সকালে রাজ্যপাল বৈঠক করবেন অমিত শাহের সঙ্গে বলে সূত্রের খবর।

error: Content is protected !!