আর জি করের চিকিৎসক তরুণীর খুন ও ধর্ষণের মামলা পৌঁছে গিয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। সিবিআইয়ের তদন্ত কতদূর এগিয়েছে, তা নিয়ে বৃহস্পতিবার স্টেটাস রিপোর্ট দিতে হবে সুপ্রিম কোর্টে। তার আগে বুধবার শহরে বিজেপির প্রতিবাদ মিছিলে পা মেলালেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ পরিচালক। ‘দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ’ রব তুলে এদিন রাজ্যের প্রধান বিরোধী দল মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত পদযাত্রা করে, সেই প্রতিবাদ মিছিলে সামিল হতে এদিন সকালেই মুম্বই থেকে কলকাতা উড়ে আসেন বিবেক অগ্নিহোত্রী। এদিন কালো পোশাকে প্রতিবাদ মিছিলে দেখা মিলল বিবেক অগ্নিহোত্রীর। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, আর জি করের ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে অংশ নিতেই তাঁর কলকাতা ছুটে আসা। এদিন মমতা-সরকারকে বিঁধতে ছাড়লেন না বিবেক। তিনি বলেন, ‘স্বাধীনতার আগে থেকেই এখানে ধর্ষণকে রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করা হয়ে আসছে। এই সিস্টেমটা শেষ করতে হবে। বাংলায় সাম্প্রদায়িক, রাজনৈতিক এবং নির্বাচনী হিংসাকে বন্ধ করতে হবে। বাংলাকে আবার শ্রেষ্ঠ আসনে বসাতে গেলে বাংলার বর্তমান সিস্টেমকে বদলাতে হবে।’ তিনি বলেন, ‘এখানে তো গোটা ঘটনা ধামা চাপা দেওয়ার চেষ্টা চলছে। এফআইআর দেরিতে দায়ের করা হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত ছিল, এই সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। পুলিশের ভূমিকা তো লজ্জাজনক। সকালে জানা গিয়েছে, রাতে ধর্ষণ-খুনের মামলা দায়ের হচ্ছে। সুপ্রিম কোর্টও সেটা জানিয়ে দিয়েছে’। সব শেষে তিনি বলেন, ‘ইনাফ ইজ ইনাফ…’।
Related Posts
চাঁদনি চকে একের পর এক গাড়িতে আগুন
আচমকা জ্বলে উঠল রাস্তার ধারে দাঁড় করানো একটি গাড়ি। তার পর সেখান থেকে আরও দুটি গাড়িতে ছড়িয়ে পড়ল সেই আগুন। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটল কলকাতা শহরের চাঁদনি চক এলাকায়। তবে আগুনের কবলে পড়ে কোনও গাড়ির চালক বা সওয়ারির ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ। আগুন লাগার খবর পেতেই ঘটনাস্থলে আসে দমকলের চারটি ইঞ্জিন। কীভাবে অগ্নিকাণ্ড তা […]
ত্রিপল-বাঁশ খোলা নিয়ে ধোঁয়াশা কেটেছে, সোশ্যাল মিডিয়ায় ডেকরটার্স বিতর্ক নিয়ে জবাব জুনিয়র চিকিৎসকদের
বুধবার রাত থেকে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চ থেকে প্যান্ডেলের বাঁশ এবং পেডেস্টাল ফ্যান খুলে নিয়ে যেতে দেখা যায় ডেকরেটরের লোকেদের। বৃহস্পতিবার সকালেও সেই ছবি দেখা গিয়েছে। যা থেকে গুজব ছড়ায়, পুলিশ ডেকরেটার্সদের চাপ দিচ্ছে ত্রিপল-বাঁশ খুলে নেওয়ার জন্য। যদিও শুরুতেই বিধাননগর পুলিশ কমিশনার জানিয়ে দেন, পুলিশের তরফ থেকে কোনও চাপ দেওয়া হয়নি। […]
বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে ২ ঘণ্টা বৈঠক সেরে দিল্লি সফরে রাজ্যপাল সিভি আনন্দ বোস
আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই নিয়ে এখন তদন্ত করছে সিবিআই। ইতিমধ্যেই ১৫ দিন কেটে গিয়েছে। কাউকে গ্রেফতার করতে পারেনি দেশের এক নম্বর তদন্তকারী সংস্থা। সঞ্জয় রাইকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। এখন সে সিবিআইয়ের হাতে। জেল হেফাজতে আছে অভিযুক্ত সঞ্জয় রাই। এবার এই ঘটনা নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে […]