শ্রাবণের সোমবারে মহাদেবের মাথায় জল যাওয়ার সময় গাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ৯ পুণ্যার্থীর ৷ আহত বেশ কয়েকজন ৷ তাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক ৷ রবিবার বৈশালীর হাজিপুর ইন্ডাস্ট্রিয়াল থানা এলাকায় ঘটনা ৷ জানা গিয়েছে, শ্রাবণ মাসের সোমবারের পুজো দিতে সোনপুর বাবা হরিহরনাথে মন্দিরে যাচ্ছিল পুণ্যার্থীদের একটি দল ৷ মৃতরা হলেন, ধর্মেন্দ্র পাসোয়ান, লালা দাস, ফুদেনা পাসোয়ান, সনোজ ভগত, মন্টু পাসোয়ান, পরমেশ্বর পাসোয়ান, মিন্টু পাসওয়ান এবং চন্দেশ্বর পাসওয়ান। আহতদের মধ্যে রাজীব কুমার (১৭), উমেশ পাসওয়ান-সহ তিনজন রয়েছেন। প্রশাসন সূত্রে খবর, নিহতদের মধ্যে কয়েকজন নাবালকও রয়েছে । এদিন সুলতানপুর গ্রামের একদল পুণ্যার্থী একটি ট্রলিতে ডিজে ও বক্সে গান বাজিয়ে পহেলজা ঘাটে জল তুলতে যাচ্ছিলেন ৷ কিছুদূর যাওয়ার পর একটি হাইটেনশন তার তাদের গাড়িতে থাকা ডিজে-বক্সের উপরের অংশ আটকে যায় ৷ ১১ হাজার ভোল্টেজ ছিল ওই বৈদ্যুতিক তারের ৷ তড়িৎতাহত হয়ে ঘটনাস্থলে মৃ্ত্যু হয় ৮ পুণ্যার্থীর ৷ বেশ কয়েকজন আহত হন ৷ পুলিশ তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা করে ৷ চিকিৎসাধীন অবস্থায় আরও এক জনের মৃত্যু হয়। সদর এসডিপিও ওম প্রকাশ বলেন, “পুণ্যার্থীরা ইন্ডাস্ট্রিয়াল থানার অন্তর্গত সুলতানপুর গ্রাম থেকে একটি ডিজে বাজিয়ে পুজো দিতে যাচ্ছিলেন সোনপুর বাবা হরিহরনাথে মন্দিরে। ডিজে গাড়ি লাউডস্পিকার খুব জোরে। গাড়িটি রাস্তার উপর দিয়ে যাওয়ার সময় ১১ হাজার ভোল্টের তারের আটকে যায়। এতে ৮ জনের মৃত্যু হয়ে। আহত হয় আরও কয়েকজন।” পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয় বলে জানা গিয়েছে ৷
Related Posts
সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির শারীরিক অবস্থার অবনতি, দেওয়া হল ভেন্টিলেশনে
সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ভেন্টিলেশনে। দিল্লির AIIMS হাসপাতালে চিকিৎসাধীন ইয়েচুরির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন। গত কয়েকদিন ধরে তিনি আইসিইউ-তে ছিলেন। ফুসফুসে সমস্যা এবং জ্বর থাকায় গত ১৯ অগস্ট দিল্লির AIIMS হাসপাতালে ভর্তি করা হয়েছিল সীতারাম ইয়েচুরিকে। নিউমোনিয়াতেও আক্রান্ত হন তিনি। গত কয়েকদিন ধরে ICU-তে তাঁর চিকিৎসা […]
ডেপুটি স্পিকার হচ্ছেন অবধেশ প্রসাদ, মমতার প্রস্তাব মানল কংগ্রেস!
মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব মেনেই লোকসভায় বিরোধীদের ডেপুটি স্পিকারের প্রার্থী হচ্ছেন অবধেশ প্রসাদ। মমতার প্রস্তার মেনে নিয়েছে কংগ্রেসও। রাহুল গান্ধী ও অখিশেল যাদবের সঙ্গে এই প্রস্তাব ইস্যুতে কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও কংগ্রেস কে সুরেশকেই ডেপুটি স্পিকার করতে চেয়েছিল। তবে শেষ পর্যন্ত মমতার প্রস্তাবে সম্মত হয় হাত শিবির। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে […]
দিল্লিতে গুলি করে খুন জিম মালিক
দিল্লিতে এক জিম মালিককে গুলি করে হত্যা করল দুই আততায়ী। বৃহস্পতিবার রাতে, দিল্লির গ্রেটার কৈলাস এলাকায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম নাদির শাহ, আফগান বংশোদ্ভূত ওই ব্যক্তি দিল্লির সিআর পার্কে বসবাস করতেন। ঘটনার দিন মোটরসাইকেল করে এসে ওই দুই আততায়ী খুব কাছ থেকে তাঁকে পর পর একের পর এক গুলি ছুড়তে থাকেন। […]