স্বাধীনতা দিবস উদযাপন করলেন বলিউড ‘বাদশা’ শাহরুখ খান। এই দিনে দেশপ্রেমের বার্তা দিয়েছেন বলি তারকারাও। অক্ষয় কুমার, কঙ্গনা রানাওয়াত, সানি দেওল থেকে অনুপম খের সকলেই সোশ্যাল মিডিয়াতে দেশমাতৃকার প্রতি আন্তরিক শ্রদ্ধা জানিয়ে পোস্ট করেছেন। আর কিং খান শাহরুখ বরাবরই দেশপ্রেমী, তাই তাই স্বাধীনতা দিবস উদযাপন করবেন না তাও কি হয়! সোশ্যাল মিডিয়াতে শাহরুখ যে ছবি পোস্ট করেছেন, সেখানে তাঁকে সপরিবারে দেখা গিয়েছে। জাতীয় পতাকার নিচে দেখা গিয়েছেন শাহরুখ, সুহানা, আব্রাম ও গৌরী খানকে। দেখা মেলেনি শুধু বড় ছেলে আরিয়ান খানের। এই ছবি পোস্ট করে শাহরুখ লেখেন, ‘আসুন আমাদের হৃদয়ে গর্বের সঙ্গে আমাদের সুন্দর দেশ ভারতবর্ষকে উদযাপন করি…। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও ভালোবাসা!’
Related Posts
আসছে সন্দীপ রায়ের ‘নয়ন রহস্য’
আসছে পরিচালক সন্দীপ রায়ের “নয়ন রহস্য” ! সুরিন্দর ফিল্মস দ্বারা প্রযোজিত, এই ছবিটি সাসপেন্স, ড্রামা এবং অ্যাডভেঞ্চারের এক অনন্য মিশেল হতে চলেছে। একটি ছোট্ট ছেলের অন্তর্ধান ! সেই নিয়েই “নয়ন রহস্য” ! সঙ্গে হিঙ্গরানির হত্যার রহস্য। চেন্নাইয়ের চিত্তাকর্ষক পটভূমিতে ছবির শ্যুটিং শেষ হয়েছে। ফেলুদার আইকনিক চরিত্রটিকে আধুনিক করার প্রয়াসে, পরিচালক সমসাময়িক সময়ের দিকে প্রতিফলন করেছেন। ফেলুদার সারমর্ম […]
খাদ্য়ে বিষক্রিয়া, মুম্বইয়ের হাসপাতালে ভর্তি অভিনেত্রী জাহ্নবী কাপুর
খাদ্য়ে বিষক্রিয়া। হাসপাতালে ভর্তি জাহ্নবী কাপুর! নায়িকার ভক্তদের জন্য খারাপ খবর, দক্ষিণ মুম্বইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে ভর্তি শ্রীদেবী কন্যা। জানা গিয়েছে, খাদ্যে বিষক্রিয়ার জেরে হাসপাতালে ভর্তি হয়েছেন সুন্দরী। বিয়ে বাড়ির ঘোর কাটবার আগেই চেন্নাই গিয়েছিলেন অভিনেত্রী। তাঁর এক ঘনিষ্ঠ সূত্র জানায়, মঙ্গলবার চেন্নাই থেকে ফেরবার সময় এয়ারপোর্টে কিছু খেয়েছিলেন নায়িকা। বাড়ি ফেরার পর থেকেই অসুস্থবোধ […]
কেরলে মালয়ালাম সিনেমার শুটিং-এ ব্যস্ত সানি লিওন
অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘কেনেডি’-তে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন সানি লিওন। এবার তিনি কেরলে একটি মালয়ালম ছবির শুটিং করছেন৷ শুটিংয়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ভিডিওতে কলাকুশলীদের মধ্যে অভিনেত্রীকে দেখা যাচ্ছে। অভিনেত্রীকে একটি গোলাপী রঙের শার্ট ও ডেনিম শর্টসে দেখা যাচ্ছে। View this post on Instagram A post shared by Awesome TV (@awesomeitv)