সিগন্যাল সমস্যার জেরে ধীর গতিতে চলছে মেট্রো, অফিস টাইমে আবারও ভোগান্তি

আবারও অফিস টাইমে মেট্রো বিভ্রাট। উত্তর-দক্ষিণ করিডোরের শ্যামবাজারে আপ স্টার্টারে সিগন্যাল ফেলিওরের কারণে ধীর গতিতে চলাচল করছে মেট্রো। শুক্রবার মেট্রো রেলের তরফেই বিষয়টি জানান হয়। যার জেরে ফের একবার অফিস টাইমে সমস্যার মধ্যে পড়তে হয়েছে যাত্রীদের। দিনের ব্যস্ত সময়ে বারংবার বিভিন্ন কারণে মেট্রো বিভ্রাটের জেরে পরিষেবার মান নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন যাত্রীদের একাংশ। এর আগে বৃহস্পতিবারও মেট্রো ধীরে চলার ঘটনা ঘটে। সাতসকালে দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটের বিভিন্ন স্টেশনে মেট্রো বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকছিল বলে জানা যায়। যার জেরেও চরম সমস্যার মধ্যে পড়তে হয় যাত্রীদের। সেক্ষেত্রেও মেট্রোর তরফে জানান হয়, সিগন্যালিংয়ের সমস্যার জন্য সাময়িকভাবে পরিষেবা দেরিতে চলছিল। পরে পরে তা স্বাভাবিক হয়ে যায়।

error: Content is protected !!