সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির শারীরিক অবস্থার অবনতি, দেওয়া হল ভেন্টিলেশনে

সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ভেন্টিলেশনে। দিল্লির AIIMS হাসপাতালে চিকিৎসাধীন ইয়েচুরির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন। গত কয়েকদিন ধরে তিনি আইসিইউ-তে ছিলেন। ফুসফুসে সমস্যা এবং জ্বর থাকায় গত ১৯ অগস্ট দিল্লির AIIMS হাসপাতালে ভর্তি করা হয়েছিল সীতারাম ইয়েচুরিকে। নিউমোনিয়াতেও আক্রান্ত হন তিনি। গত কয়েকদিন ধরে ICU-তে তাঁর চিকিৎসা চলছিল। পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা ঝুঁকি এড়াতে ভেন্টিলেশন সাপোর্টে দেন তাঁকে। এই মুহূর্তে একটি মেডিক্যাল বোর্ড পর্যবেক্ষণে রেখেছে বর্ষীয়ান বাম নেতাকে। ঠিক কী কারণে তাঁর অবস্থার অবনতি হলো তা অবশ্য হাসপাতালের তরফে থেকে এখনও পর্যন্ত জানানো হয়নি।

error: Content is protected !!