দিঘায় মহিলার উপর দিয়ে চলে গেল স্পিডবোট, অল্পের জন্য প্রাণ রক্ষা

দিঘায় ভয়াবহ স্পিডবোট দুর্ঘটনা। মহিলা পর্যটকের উপর দিয়ে চলে গেল স্পিডবোট। অল্পের জন্য প্রাণে রক্ষা।  তবে গুরুতর আহত ওই পর্যটক মহিলা। জানা গিয়েছে, আহত ওই মহিলা পর্যটকের নাম ইয়াসমিনা খাতুন খাসখামার। বয়স ৩২ বছর। তার বাড়ি বাউড়িয়ায়। পরিবারের সঙ্গে রবিবারই নববর্ষে দিঘায় বেড়াতে আসেন। এরপর এদিন স্পিডবোটে ওঠেন। তখনই দুর্ঘটনা।

error: Content is protected !!