আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদে নিয়োগের নির্দেশিকা প্রত্যাহার করল রাজ্য সরকার। বুধবার সন্ধ্যায় একথা জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম। গত ১২ অগাস্ট সরকারি চাকরি থেকে ইস্তফা দেন আরজি কর মেডিক্যালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। যদিও ইস্তফা গ্রহণ না করে কয়েক ঘণ্টার মধ্যে তাঁকে ন্যাশনাল মেডিক্যালের অধ্যক্ষ হিসাবে নিয়োগ করে রাজ্য সরকার।সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিক্যালের অধ্যক্ষ নিয়োগ করা নিয়ে গত কয়েকদিনে গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে দিয়েছে। কেন দুর্নীতির দায়ে অভিযুক্ত সন্দীপের ইস্তফা প্রত্যাখ্যান করে তাঁকে পুরস্কৃত করল রাজ্য সরকার সেই প্রশ্ন তোলে বিরোধীরা। রাজ্য সরকারের সঙ্গে সন্দীপ ঘোষের এত খাতির কেন? সন্দীপ ঘোষের সঙ্গে সরকারের কী স্বার্থ জড়িয়ে রয়েছে সেই প্রশ্ন তোলে হাইকোর্ট। সঙ্গে আদালত জানিয়ে দেয় সেদিন বেলা ৩টের মধ্যে সন্দীপ ঘোষ লম্বা ছুটিতে না গেলে আদালত তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে। একই সঙ্গে আদালত সন্দীপ ঘোষের ন্যাশনাল মেডিক্যাল বা অন্য কোনও প্রতিষ্ঠানে অধ্যক্ষ বা তার সমতুল বা তার থেকে উঁচু পদে কার্যভার গ্রহণে অনির্দিষ্টকালীন নিষেধাজ্ঞা জারি করে। সব শেষে মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রশ্ন করে, ইস্তফার পরই কী করে সন্দীপ ঘোষকে নতুন দায়িত্ব দেওয়া হল? এত প্রশ্নের মধ্যে বুধবার ডাক্তারি পড়ুয়াদের স্বাস্থ্য ভবন অভিযানে ন্যাশনাল মেডিক্যালের অধ্যক্ষ পদে সন্দীপ ঘোষের নিয়োগ বাতিল বলে ঘোষণা করতে হবে। স্বাস্থ্যসচিব জানান, ডাক্তারির ছাত্রদের সেই দাবি মেনে নিয়েছে সরকার।
Related Posts
১০ দিনের মধ্যে সব্জির দাম কমাতে হবে, নির্দেশ দিলেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, বাজারে নজরদারি চালাবে পুলিশ-প্রশাসন
মঙ্গলবারের বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, ১০ দিনের মধ্যে সব্জির দামে নিয়ন্ত্রণ চান তিনি। বৃহস্পতিবার থেকেই পুলিশ-প্রশাসনকে বাজারে গিয়ে নজরদারির নির্দেশ দিয়েছেন তিনি। টাস্ক ফোর্সকে প্রতি সপ্তাহে বৈঠকে বসারও নির্দেশ দিয়েছেন। বড়বাজারে চাল-ডালের পাইকারি এবং খুচরো দাম নিয়ন্ত্রণে রয়েছে কি না, মঙ্গলবারের বৈঠকে তা-ও জানতে চান মমতা। কৃষিপণ্যের দামবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর। তাঁর অভিযোগ, তিন মাস […]
রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা!
আজ, রবিবারও রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গে অতি ভারী আর দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ৪-৫ দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই। সঙ্গে ৩০-৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ আজ, রবিবার রাজ্যের চার জেলায় চলবে ভারী বৃষ্টি। বুধবার থেকে ফের ভারী বৃষ্টির […]
রূপান্তরকামী নারীর ‘বুক টিপে’ পুরুষ রেল পুলিশের প্রশ্ন – এটা কি আসল? এর ওজন কত? কলকাতা পুলিশের দ্বারস্থ ২ নির্যাতিতা
ভর সন্ধ্যায় রবীন্দ্র সদনে ২ রূপান্তরকামী মহিলাকে নিগ্রহ করল RPF? হ্যাঁ, এমনটাই দাবি করলেন ২ নির্যাতিতা। প্রতিবাদে যোগ দিলেন তাঁদের সাথীরা, সাধারণ নাগরিকরাও। কী ঘটেছে ঠিক? এদিনের ঘটনার অন্যতম সাক্ষী এবং প্রতিবাদকারী বন্যা করের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘সন্ধ্যা ৬:৩০টা নাগাদ রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে রাণুছায়া মুক্তমঞ্চ থেকে আমার কিছু রূপান্তরকামী নারী বোনেরা […]