যৌন নির্যাতনের ফলে অন্তঃসত্ত্বা নাবালিকার গর্ভপাতের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ ১৪ বছরের নাবালিকা প্রায় ৩০ সপ্তাহের অন্তঃসত্ত্বা ৷ গত ১৯ এপ্রিল তাঁর শারীরিক পরিক্ষার জন্য মুম্বইয়েরন সিওন হাসপাতালের কর্তৃপক্ষকে একটি মেডিক্যাল টিম তৈরির নির্দেশ দেয় দেশের সর্বোচ্চ আদালত ৷ সোমবার সেই পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর গর্ভপাতের নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত ৷শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ সোমবার জানায়, ভারতীয় দণ্ডবিধির ১৪২ নম্বর ধারার অধীনে এই রায় দেওয়া হয়েছে ৷ এই ধারার আওতায় যে কোনও মামলায় সম্পূর্ণ ন্যায়বিচারের জন্য প্রয়োজনীয় যেকোনও আদেশ দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে শীর্ষ আদালতকে ৷ আজ সেই ক্ষমতায় লোকমান্য তিলক মিউনিসিপ্যাল মেডিকেল কলেজ এবং জেনারেল হাসপাতালের (এলটিএমজিএইচ) ডিনকে অবিলম্বে গর্ভপাতের জন্য চিকিৎসকদের একটি দল গঠনের নির্দেশ দেয় শীর্ষ আদালত । সেইসঙ্গে বম্বে হাইকোর্টের রায়কে খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট ৷সম্প্রতি, ধর্ষিতা নাবালিকার পরিবার তার গর্ভপাত করতে চেয়ে বম্বে হাইকোর্টে আবেদন জানায় ৷ তবে তা খারিজ হয়ে যায় ৷ অবশেষে শীর্ষ আদালতের দ্বারস্থ হন নাবালিকার মা ৷ গত শুক্রবার সেই মামলার শুনানিতে দেশের প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত দুই সদস্যের বেঞ্চ ওই নাবালিকার শারীরিক পরীক্ষার নির্দেশ দেয় ৷ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পার্দিওয়ালা নির্দেশে জানান, শনিবারই সিওন হাসপাতালের সুপারিনটেনডেন্ট চিকিৎসকদের একটি বিশেষ বোর্ড তৈরি করে নাবালিকার শারীরিক পরীক্ষা করবে ৷প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, “নাবালিকার শারীরিক পরীক্ষার রিপোর্ট আদালতে জমা দিতে হবে ৷ নাবালিকা 28 সপ্তাহের অন্তঃসত্ত্বা ৷ এই পরিস্থিতিতে তার গর্ভপাত করলে তাতে ওই নাবালিকার জীবনের কোনও ঝুঁকি থাকবে না তো ? এ বিষয়ে মেডিক্যাল বোর্ডের মত কী, তা আদালতকে জানাতে হবে ৷” সোমবার সকালে এই মামলাটি তালিকাভুক্ত করারও নির্দেশ দেন তিনি ৷ সেই মতো হাতে রিপোর্ট পাওয়ার পর আজ মামলার শুনানিতে নাবালিকার গর্ভপাতের নির্দেশ দেয় দেশের সর্বোচ্চ আদালত ৷
Related Posts
দেশজুড়ে চলছে ষষ্ঠ দফার ভোটগ্রহণ
দেশজুড়ে শুরু হল ষষ্ঠ দফার ভোটগ্রহণ। শনিবার সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে; যা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ভোটগ্রহণ শুরু হল সাতটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ৫৮টি কেন্দ্রে। এই দফার নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা ৮৮৯ জন। প্রত্যেক দফার মতো এই দফাতেও নজর থাকবে হেভিওয়েট প্রার্থীদের উপর। ষষ্ঠ দফার নির্বাচনে নজরকাড়া প্রার্থীদের মধ্যে […]
এবার ভাঙন বিজেপির প্রধান ক্ষেত্র রাম-জন্মভূমি অযোধ্যাতে
দেশের বিভিন্ন রাজ্যে বিজেপির অভ্যন্তরীণ কোন্দল, ক্ষোভ-বিক্ষোভ ধীরে ধীরে প্রকাশ্যে চলে আসছে। এমনই একটি গোষ্ঠী কোন্দলের খবর এসেছে দেশের রাজনীতিতে বিজেপির বিস্তারের প্রধান ক্ষেত্র রাম জন্মভূমি অযোধ্যা থেকেই। এই ঘটনায় প্রবল অস্বস্তিতে গেরুয়া শিবির। এই দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে ফৈজাবাদের প্রাক্তন সাংসদ লাল্লু সিং-এর এক সভাত্যাগের ঘটনায়। উত্তরপ্রদেশের বিধানসভা উপনির্বাচনের আগে দলের সদস্যপদ অভিযান শুরু করার […]
কেরলে অভিনেত্রীর বিরুদ্ধে সেক্স র্যাকেট চালানোর অভিযোগ
মালয়লম বিনোদন জগতে হেমা কমিটির রিপোর্ট আসার পর শোরগোল পড়ে গিয়েছে। যৌন হেনস্তার অভিযোগে জেরবার বিনোদন জগত। এবার এক অভিনেত্রীর বিরুদ্ধে সেক্স র্যাকেট পরিচালনার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী অভিনেত্রী দাবি করেছেন যে তাঁকে একটি চলচ্চিত্র অডিশনের জন্য চেন্নাইতে নিয়ে যাওয়া হয়েছিল এবং অন্য এক উদ্দেশ্যে বেশ কয়েকজন ব্যক্তির সঙ্গে পরিচয় করানো হয়েছিল। অভিযোগকারী মহিলা একটি ভিডিওতে বলেছেন, […]