ফের পুরীর মন্দিরে রত্ন ভাণ্ডারের সমীক্ষা, আজ থেকে টানা ৩দিন ভক্তদের প্রবেশ নিয়ন্ত্রণ

ফের পুরীর জগন্নাথদেবের মন্দিরে ‘রত্ন ভাণ্ডার’-এর সমীক্ষা  করবে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই)। শনিবার থেকে আগামী তিনদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মন্দিরে ভক্তদের প্রবেশে নিয়ন্ত্রণ জারি থাকবে। শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশনের (এসজেটিএ) প্রধান অরবিন্দ পাধী বলেন, শনিবার থেকে এঅসআই মন্দিরের রত্ন ভাণ্ডারের সমীক্ষার কাজ করবে। যা চলবে সোমবার পর্যন্ত। অর্থাৎ শনি, রবি ও সোমবার দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মন্দিরে ভক্তদের প্রবেশে নিয়ন্ত্রণ করা হবে। সূত্রের খবর, গত ১৮ সেপ্টেম্বর মন্দির কর্তৃপক্ষ এএসআইয়ের ডিরেক্টর জেনারেলকে রত্ন ভাণ্ডারের প্রযুক্তিগত সমীক্ষার কাজ সেপ্টেম্বরের ২৪ তারিখের মধ্যে শেষ করার অনুরোধ জানিয়েছিল। চিঠিতে বলা হয়েছিল, কার্তিক মাসের আগে রীতি মেনে জগন্নাথদেবের কিছু পূজার্চনা হয়। এছাড়া দশেরা উপলক্ষ্যে কিছু উপাচার হয়ে থাকে। সেজন্য নির্দিষ্ট সময়ের মধ্যে সমীক্ষা শেষ করতে অনুরোধ করা হয়েছিল। ইতিমধ্যে এএসআইয়ের ১৭ সদস্যের একটি টিম প্রাথমিক পর্যায়ের সমীক্ষা চালিয়েছে।

error: Content is protected !!