দুর্গা পুজোর ছুটি বাতিল বিজেপি নেতা-কর্মীদের, আরজিকর ইস্যুতে কর্মসূচি ঘোষণা শুভেন্দু অধিকারীর

দুর্গা পুজোর ছুটি বাতিল বিজেপি নেতা-কর্মীদের। এক মাস সময় থাকতেই আরজি কর কর্মসূচি ঘোষণা শুভেন্দু অধিকারীর। বিরোধী দলনেতা জানিয়েছেন, আরজি কর কাণ্ডের প্রতিবাদে একসঙ্গে একদিনে যে নবান্ন-লালবাজার-কালীঘাট অভিযানের কথা বলেছিলেন তিনি সেই অভিযানের দিনক্ষণও শীঘ্রই জানানো হবে। দুর্গাপুজোর দিনগুলিতে শহর কলকাতা ও জেলার সব বড় মণ্ডপের বাইরে বিশেষ ডিউটি পড়তে চলেছে বিজেপির নেতাকর্মীদের। পুজোর একমাস আগেই  দলের কর্মীদের সেই কর্তব্য বুঝিয়ে দিলেন শুভেন্দু। শুক্রবার ৬ নম্বর মুরলীধর সেন লেনে বিজেপির পুরনো দফতরে শুভেন্দু জানান, পুজোর মণ্ডপের বাইরে কর্তব্যরত বিজেপি নেতা-কর্মীদের কাজ হবে দর্শনার্থীদের কাছ থেকে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে স্বাক্ষর সংগ্রহ করা। তবে শুধু সেটুকুই নয়, দেবীপক্ষ চলাকালীন সব তৃণমূল নেতার নারী বিরোধী মন্তব্য মনে করানোর দায়িত্বও নিতে হবে কর্তব্যরত বিজেপির কর্মীদের। পুজোর সময় ওই সমস্ত নারী বিরোধী মন্তব্যের রেকর্ডিং বাজাতে হবে।

error: Content is protected !!