দুর্গা পুজোর ছুটি বাতিল বিজেপি নেতা-কর্মীদের। এক মাস সময় থাকতেই আরজি কর কর্মসূচি ঘোষণা শুভেন্দু অধিকারীর। বিরোধী দলনেতা জানিয়েছেন, আরজি কর কাণ্ডের প্রতিবাদে একসঙ্গে একদিনে যে নবান্ন-লালবাজার-কালীঘাট অভিযানের কথা বলেছিলেন তিনি সেই অভিযানের দিনক্ষণও শীঘ্রই জানানো হবে। দুর্গাপুজোর দিনগুলিতে শহর কলকাতা ও জেলার সব বড় মণ্ডপের বাইরে বিশেষ ডিউটি পড়তে চলেছে বিজেপির নেতাকর্মীদের। পুজোর একমাস আগেই দলের কর্মীদের সেই কর্তব্য বুঝিয়ে দিলেন শুভেন্দু। শুক্রবার ৬ নম্বর মুরলীধর সেন লেনে বিজেপির পুরনো দফতরে শুভেন্দু জানান, পুজোর মণ্ডপের বাইরে কর্তব্যরত বিজেপি নেতা-কর্মীদের কাজ হবে দর্শনার্থীদের কাছ থেকে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে স্বাক্ষর সংগ্রহ করা। তবে শুধু সেটুকুই নয়, দেবীপক্ষ চলাকালীন সব তৃণমূল নেতার নারী বিরোধী মন্তব্য মনে করানোর দায়িত্বও নিতে হবে কর্তব্যরত বিজেপির কর্মীদের। পুজোর সময় ওই সমস্ত নারী বিরোধী মন্তব্যের রেকর্ডিং বাজাতে হবে।
Related Posts
ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কলকাতায় রবিবার দুপুর থেকে ২১ ঘণ্টা বন্ধ বিমান পরিষেবা
ঘূর্ণিঝড় রিমলের জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রবিবার দুপুর থেকে সোমবার সকাল পর্যন্ত প্রায় ২৪ ঘণ্টা কলকাতা বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ থাকবে৷ আবহাওয়া দফতর সহ সংশ্লিষ্ট সবপক্ষের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিল বিমানবন্দর কর্তৃপক্ষ৷ কলকাতা বিমানবন্দরের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় রিমলের জন্য আগামিকাল রবিবার, ২৬ মে দুপুর ১২টা থেকে সোমবার, ২৭ মে […]
দিল্লিতে তৃণমূল সাংসদদের আটক করে টেনেহিঁচড়ে বাসে তুলল পুলিশ, প্রতিবাদে কলকাতায় রাজভবনে অভিষেক
দিল্লিতে নির্বাচন কমিশনের সামনে ধরনা থেকে তৃণমূল সাংসদদের টেনেহিঁচড়ে প্রিজন ভ্যান তুলে নিয়েছে পুলিশ। কেন্দ্রীয় এজেন্সিগুলির অবপ্যবহারে অভিযোগ তুলে আজই কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দেখা করেন তৃণমূল কংগ্রেসের এক ঝাঁক সাংসদ। কমিশনের সঙ্গে দেখা করার পর তারা কমিশনের সামনে ধরনায় বসে পড়েন। তার পরেই তাদের জোর করে তুলে দেওয়া হয়। মারধরের অভিযোগ করেন শান্তনু সেন। […]
‘সব হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম’, ধরনা মঞ্চে পৌঁছে ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুখ্যমন্ত্রীর মাস্টার স্ট্রোক। শনিবার বেলা ১টা নাগাদ সরাসরি জুনিয়র ডাক্তারদের ধরনা মঞ্চে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় । আর সেখানে গিয়ে তিনি ঘোষণা করলেন সমস্ত মেডিক্যাল কলেজ এবং সুপার স্পেশ্যালিটি হাসপাতালগুলির রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়া হল। নতুন করে কমিটি গড়ার কথাও জানান মমতা বন্দ্যোপাদধ্যায়। আর জি কর-কাণ্ডের বিচারের দাবিতে আন্দোলন চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। বারবার আলোচনার প্রস্তাব […]