অলিম্পিক্সে পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনসের ফাইনালে ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়লেন স্বপনীল কুসাল

স্বপ্নপূরণ হল স্বপনীল কুসালের। প্যারিসে অলিম্পিক্সে পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনসের ফাইনালে ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়লেন ভারতীয় তারকা। কারণ ১৯৫২ সালে পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনস শুরু হওয়ার পর থেকে প্রথমবার এই ইভেন্টে কোনও পদক জিতল ভারত। আর সেই ঐতিহাসিক পদক জয়ের ফলে প্যারিসে ভারতের পদক সংখ্যা তিনে পৌঁছে গেল। তিনটি পদকই এসেছে শ্যুটিং থেকে। 

error: Content is protected !!