আরব সাগরে একটি ট্যাঙ্কার থেকে এক আহত ক্রিউ সদস্যকে উদ্ধার করা। সেই উদ্ধারের লক্ষ্যে রওনা হয়েছিল কোস্ট গার্ডের এএলএইচ হেলিকপ্টার। এই এএলএইচ হেলিকপ্টার-ই আচমকা আরবসাগরের বুকে আছড়ে পড়ে, এরপর থেকে হেলিকপ্টারে থাকা কোস্টগার্ডের ৩ সদস্যকে খুঁজে পাওয়া যায়নি। তাঁদের খোঁজে চলছে তল্লাশি। ভারতীয় কোস্ট গার্ডের তরফে জানানো হয়েছে, গুজরাতের পোরবন্দর থেকে ৪৫ কিলোমিটার দূরে এরব সাগরের মধ্যে ‘মোটর ট্যাঙ্কার হরি লীলা’তে ছিলেন এক গুরুতরভাবে আহত ক্রিউ সদস্য। তাঁকে উদ্ধার করতে রওনা হয়েছিল এএলএইচ হেলিকপ্টার। সোমবার রাত ১১ টা নাগাদ ওই হেলিকপ্টারকে মোতায়েন করা হয়। তবে আরব সাগরের বুকে রাতের অন্ধকারেই তা ‘হার্ড ল্যান্ডিং’ করে বলে জানা গিয়েছে। হেলিকপ্টারের মধ্যে ৪ জন সদস্য ছিলেন। তাঁদের মধ্যে ১ জনকে উদ্ধার করা গিয়েছে বলে জানা গিয়েছে। তবে বাকি ৩ জনের জন্য চলছে খোঁজ। কোস্ট গার্ড জানিয়েছে, বাধ্য হয়ে আরব সাগরে আপৎকালীন হার্ড ল্যান্ডিং করে হেলিকপ্টার। কোস্ট গার্ডের তরফে বলা হয়েছে, ‘ একজন ক্রুকে উদ্ধার করা হয়েছে এবং বাকি তিনজনের খোঁজ চলছে। এয়ারক্রাফ্টের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে।’
Related Posts
মুম্বইতে পৌঁছেই মুকেশ আম্বানির সঙ্গে দেখা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ফুল-উত্তরীয়-উষ্ণ অভ্যর্থনায় স্বাগত
আম্বানি পরিবারের বিশেষ আমন্ত্রণে মুম্বই সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রাতে মুম্বই পৌঁছেই মমতা বন্দ্যোপাধ্যায় সবার আগে দেখা করলেন শিল্পপতি মুকেশ আম্বানির সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় এইদিন দমদম বিমানবন্দরে নিজেই জানিয়েছিলেন আম্বানি পরিবারের উষ্ণ আমন্ত্রণেই বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া তাঁর। সেইমতো তাই কলকাতা থেকে মুম্বই পৌঁছেই মুকেশ আম্বানির সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায় । মুকেশ […]
বিতর্কের মধ্যে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকার (NEET-UG) কাউন্সেলিং
অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকার (NEET-UG) কাউন্সেলিং প্রক্রিয়া। সূত্রের খবর, নিটের প্রশ্নপত্র ফাঁসের বিতর্কের মধ্যেও প্রাথমিকভাবে নিটের কাউন্সেলিং চালিয়ে যেতে চাইছিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। তবে এখন অনির্দিষ্টকালের কাউন্সেলিং প্রক্রিয়া পিছিয়ে দেওয়া হল। কবে থেকে ফের কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে, তা নিয়ে আপাতত কেন্দ্রীয় সরকারের তরফে কিছু জানানো হয়নি। স্নাতক স্তরের সর্বভারতীয় মেডিক্যাল […]
বারাণসীতে প্রায় দেড় লক্ষ ভোটে জয়ী নরেন্দ্র মোদি
স্বয়ং প্রধানমন্ত্রী যেখানে মাত্র দেড় লক্ষ ভোটে জয়ী, সেখানে তাঁর প্রতিদ্বন্দ্বী রাহুল গান্ধী রায়বরেলিতে কার্যত ঝড় তুলে দিয়েছেন। শেষ খবর পাওয়া অবধি, রায়বরেলি থেকে ৪ লক্ষের বেশি ভোটে বিজেপির দীনেশ সিংহকে হারিয়ে দিলেন রাহুল গান্ধী। নরেন্দ্র মোদি পেয়েছেন ৬০৮,২০১ ভোট, পাল্টা অজয় রাই পেয়েছেন ৪৫৭,৭৭৮ ভোট।