মাসখানেক আগে এক্স হ্যান্ডেলে একটি বার্তা দিয়ে রাজনীতি থেকে সাময়িক বিরতি চেয়েছিলেন। পরে চিকিৎসার জন্য উড়ে যান বিদেশে। একুশে জুলাইয়ের ঠিক আগে আগে কলকাতায় ফিরলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সকালে দমদম বিমানবন্দরে নামেন অভিষেক। লোকসভা ভোটের ফলপ্রকাশের পর গত ১২ জুন সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে রাজনীতি থেকে সাময়িক বিরতি চান অভিষেক। এর পর সেভাবে সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি তাঁকে। তবে গত ২৫ জুন লোকসভায় শপথগ্রহণ করেন ডায়মন্ড হারবারের সাংসদ। তার পরই তিনি বিদেশে গিয়েছিলেন। সূত্রের খবর চোখের চিকিৎসার জন্য অভিষেক দুবাই হয়ে গিয়েছিলেন আমেরিকায়। একুশে জুলাইয়ের আগেই শহরে ফিরলেন তিনি। জুন মাসে অভিষেকের সোশাল মিডিয়া পোস্টে জানান, “চিকিৎসার জন্য আমি সংগঠন থেকে সাময়িক বিরতি নিচ্ছি। এই সময় সাধারণ মানুষের চাহিদা কী, তা আরও ভালোভাবে অনুধাবনের সুযোগ আমি পাব। আমি বিশ্বাস করি, রাজ্য সরকার দ্রুত এবং ভালোভাবে মানুষের সমস্যার সমাধান করবে এবং মানুষ যাতে ন্যায়বিচার পায় তা নিশ্চিত করবে।” সেসময় অভিষেকের ওই পোস্ট নিয়ে বেশ আলোচনা হয় রাজ্য রাজনীতিতে। তবে এ প্রসঙ্গে বলা রাখা দরকার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখে সমস্যা রয়েছে। নির্দিষ্ট সময় অন্তর তাঁকে চিকিৎসা করাতে হয়। গতবছরও গিয়েছিলেন তিনি।
Related Posts
লেক গার্ডেন্সের গেস্ট হাউজে সঙ্গিনীকে গুলি করে আত্মঘাতী যুবক
লেক গার্ডেন্সের গেস্ট হাউজে আত্মঘাতী যুবক। সঙ্গে ছিলেন এক তরুণীকে। নিজের মাথায় গুলি করার ঠিক আগে সঙ্গিনীকে গুলি করেছিলেন যুবক। হাসপাতালে ভর্তি করানো হয়েছে তরুণীকে। পুলিশ সূত্রে খবর, বজবজের বাসিন্দা রাকেশ কুমার সাউ এবং তাঁর সঙ্গিনী দুপুর দু’টো নাগাদ লেক গার্ডেন্সের ও গেস্ট হাউজে গিয়ে ওঠেন। তাঁরা গেস্ট হাউজের রিসেপশনে নিজেদের দম্পতি পরিচয় দিয়েছিলেন। তিন […]
‘দিল্লির সরকার বেশি দিন টিকবে না, বিজেপিকে গদি থেকে নামাতে দিদির পাশে লড়াইয়ে থাকব’, একুশের মঞ্চ থেকে বার্তা অখিলেশের
২১ জুলাইয়ের মঞ্চে ভাষণ দিতে উঠে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলের প্রশংসায় পঞ্চমুখ অখিলেশ যাদব। জানালেন, কর্মীরাই পার্টির সম্পদ। মমতা তাঁর দলের কর্মীদের কতটা সম্মান করেন, এটাই মনে করায় আজকের দিন। অখিলেশ মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে বলেন, “মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে এসেছি। এসে দেখছি এত মানুষ! দলনেত্রীকে অসংখ্য ধন্যবাদ আমায় আমন্ত্রণ জানানোর জন্য। উপস্থিত তৃণমূল নেতারা, এবং […]
কলকাতায় আক্রান্ত পুলিশ কর্মী, টহলদারির সময়ে হামলা!
কলকাতায় এবার আক্রান্ত পুলিস। মাথা ফাটল কলকাতা পুলিশের কর্মী দেবাশিস মণ্ডলের। গ্রেফতার অভিযুক্ত। ঘটনাস্থল, শোভাবাজারের দুর্গাচরণ মিত্র স্ট্রিট। বুধবার মহরমে অপ্রীতিকর ঘটনা এড়াতে দিনভর শহরের বিভিন্ন জায়গায় টহলদারি চলেছে পুলিশ। বাদ যায়নি শোভাবাজারে নিষিদ্ধপল্লী এলাকাও। সকালে বাইকে চেপে দুর্গাচরণ মিত্র স্ট্রিটে টহল দিচ্ছিলেন দেবাশিস। সেই সময় তাঁর বাইক আটকায় এক মত্ত ব্যক্তি। তারপর তুমুল বচসা। […]