চোপড়ার ঘটনায় বিধায়ক হামিদুল রহমানকে শো-কজ তৃণমূলের

চোপড়া কাণ্ডে বিতর্কিত মন্তব্যের জেরে শো-কজ করা হল তৃণমূল বিধায়ক হামিদুল রহমানকে ৷ রাজ্য নেতৃত্বের নির্দেশে চোপডার বিধায়ককে শো-কজ করল উত্তর দিনাজপুর জেলা তৃণমূল নেতৃত্ব। মঙ্গলবার জেলা সভাপতি কানহাইয়ালাল আগরওয়াল তাঁকে শোকজের চিঠি পাঠিয়েছেন। আগামী সাতদিনের মধ্যে তাকে জবাব দিতে হবে। হামিদুর জবাব দিলে তা রাজ্য নেতৃত্বকে পাঠানো হবে। এই ঘটনা নিয়ে চোপড়ার বিধায়কের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি এখনও কোনও চিঠি পাইনি। দলের চিঠি হাতে পেলে অবশ্যই তার জবাব দেব।” প্রসঙ্গত, চোপড়ায় যুগলকে মারধরের ঘটনায় উত্তাল হয় রাজ্য রাজনীতি ৷ যার বিরুদ্ধে অভিযোগ, সেই তাজিমুল ইসলাম ওরফে জেসিবিকে রবিবারই গ্রেফতার করেছে পুলিশ ৷ পাশাপাশি বিতর্ক বাড়িয়েছে বিধায়ক হামিদুল রহমানের কথাও 

error: Content is protected !!