তৃণমূল কর্মী খুনের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে। নিহত ওই তৃণমূল কর্মীর নাম সুরজ শেখ(২১)। ইট দিয়ে আঘাত করে ওই যুবককে খুন করা হয়ে বলে অভিযোগ। ইতিমধ্যেই তদন্তে নেমেছে, সামশেরগঞ্জ থানার পুলিশ। মৃতের পরিবারের সদস্যদের অভিযোগ, মঙ্গলবার হঠাৎই বেশ কয়েকজন দুষ্কৃতী এলাকায় ইট পাটকেল ছুড়তে শুরু করে। তাতেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা পরিস্থিতি। ইটের আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সুরজ শেখ নামে ওই তৃণমূল কর্মীর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। সুরজকে দলীয় কর্মী বলে দাবি করে তৃণমূল। এমনকী এই ঘটনার নেপথ্যে কংগ্রেসের হাত রয়েছে বলেও অভিযোগ ঘাসফুল শিবিরের। তৃণমূল বিধায়ক আমিনুল ইসলাম বলেন, ‘আমeদের দলীয় কর্মী সুরজ শেখকে কংগ্রেসের দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে খুন করেছে।’ পালটা সামশেরগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি মহম্মদ ইমাম শেখ বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে সংঘর্ষ। সব কিছুতেই রাজনৈতিক রঙ চড়ানো হচ্ছে। এই ঘটনায় রাজনৈতিক যোগ নেই।’
Related Posts
টানা বৃষ্টিতে জলমগ্ন অণ্ডাল কাজী নজরুল বিমানবন্দর, বাতিল একাধিক উড়ান
টানা বৃষ্টির জেরে অন্ডালের কাজি নজরুল ইসলাম বিমানবন্দরের মধ্যে জল। বিমানবন্দরে যাওয়ার রাস্তাতেও জল জমে বেহাল পরিস্থিতি। যে কারণে এদিনের জন্য সব বিমান বাতিল করা হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। গাড়ির চালকরা জানিয়েছে, জাতীয় সড়ক থেকে বিমানবন্দরে যাওয়ার রাস্তায় জল জমে রয়েছে, ফলে গাড়ি চলাচলেও অসুবিধা হচ্ছে। দুর্ভোগে পড়া যাত্রীদের অভিযোগ, দেশে অন্যতম গুরুত্বপূর্ণ বিমানবন্দর […]
হাওড়া স্টেশনে মহিলাকে কুপিয়ে খুন
হাওড়া স্টেশনে কুপিয়ে খুন। এক মহিলাকে ছুরি মারার ঘটনায় আতঙ্ক। পুলিশ মহিলাকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই মহিলার। ধারাল অস্ত্র সহ অভিযুক্ত ব্যক্তিকে আটক করে গোলাবাড়ি থানায় নিয়ে যাওয়া হয়। ধৃতের নাম বালেশ্বর যাদব। বুধবার হাওড়া স্টেশনে এই ঘটনা ঘিরে শোরগোল পড়ে যায়।
‘মমতা দাঙ্গাবাজ, দাঙ্গা করিয়ে আমাকে হারানো হয়েছে’, বিস্ফোরক অধীর রঞ্জন চৌধুরী
“মমতা দাঙ্গাবাজ। দাঙ্গা করে আমাকে হারানো হয়েছে। রামনবমী পর্যন্ত সব ঠিক ছিল। তারপর দাঙ্গা করিয়ে ভোটের মেরুকরণ করানো হয়েছে। তথ্য দিয়ে প্রমাণ দেব। দাঙ্গার কথা প্রকাশ্যে বলা বিধায়ক নিজেই স্বীকার করেছেন যে তিনি ৪ বার মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন।” বিস্ফোরক অধীর রঞ্জন চৌধুরী। একইসঙ্গে, মমতাকে অধীরের চ্যালেঞ্জ, “সাহস থাকলে অস্বীকার করুন।” পাশাপাশি এদিন অধীর রঞ্জন চৌধুরী […]