মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কর্মীকে বাড়িতে ঢুকে ‘খুন’, অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে

তৃণমূল কর্মী খুনের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে। নিহত ওই তৃণমূল কর্মীর নাম সুরজ শেখ(২১)। ইট দিয়ে আঘাত করে ওই যুবককে খুন করা হয়ে বলে অভিযোগ। ইতিমধ্যেই তদন্তে নেমেছে, সামশেরগঞ্জ থানার পুলিশ। মৃতের পরিবারের সদস্যদের অভিযোগ, মঙ্গলবার হঠাৎই বেশ কয়েকজন দুষ্কৃতী এলাকায় ইট পাটকেল ছুড়তে শুরু করে। তাতেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা পরিস্থিতি। ইটের আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সুরজ শেখ নামে ওই তৃণমূল কর্মীর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। সুরজকে দলীয় কর্মী বলে দাবি করে তৃণমূল। এমনকী এই ঘটনার নেপথ্যে কংগ্রেসের হাত রয়েছে বলেও অভিযোগ ঘাসফুল শিবিরের। তৃণমূল বিধায়ক আমিনুল ইসলাম বলেন, ‘আমeদের দলীয় কর্মী সুরজ শেখকে কংগ্রেসের দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে খুন করেছে।’ পালটা সামশেরগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি মহম্মদ ইমাম শেখ বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে সংঘর্ষ। সব কিছুতেই রাজনৈতিক রঙ চড়ানো হচ্ছে। এই ঘটনায় রাজনৈতিক যোগ নেই।’

error: Content is protected !!