খাস কলকাতার রাস্তায় তৃণমূল কাউন্সিলর ও যুব সভাপতির মারপিট। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে এই দৃশ্য। অস্বস্তিতে শাসকদল। ভিডিয়োতে দেখা যাচ্ছে, উত্তর কলকাতার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনন্দা সরকার প্রকাশ্যে চড় মারছেন তৃণমূলের যুব সভাপতি কেদার সরকারকে। স্থানীয়দের মতে, কেদার এলাকায় সুনন্দার বিরোধী গোষ্ঠীর লোক বলেই পরিচিত। কথা কাটাকাটি হওয়ার কারণেই কেদারকে সুনন্দা চড় মারেন বলে জানা গিয়েছে। কেদারের অভিযোগ, তোলাবাজিতে বাধা দিয়েছেন বলেই সুনন্দা তাঁর গায়ে হাত তুলেছেন। সুনন্দা এই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, তাঁকে ফ্যাসাদে ফেলতেই দলেরই একটি গোষ্ঠী তাঁর বিরুদ্ধে এই চক্রান্ত করেছে। এলাকায় খোঁজ নিয়ে জানা গিয়েছে, কেদার শ্যামপুকুর রাজ্যের মন্ত্রী ও শ্যামপুকুরের বিধায়ক শশী পাঁজার অনুগামী বলেই পরিচিত। মঙ্গলবার দুপুরে শোভাবাজারের ঢুলিপাড়া স্বাস্থ্যকেন্দ্রের সামনে এই ঘটনায় রাস্তায় ভিড় জমে যায়। যদিও সুনন্দা বনাম কেদারের এই বিরোধ নতুন নয় বলেই জানা যায়। মুখ খুলেছেন সুনন্দা সরকার। তাঁর দাবি, “কেদার আসলে সমাজবিরোধী। বার বার ওদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি। কিন্তু পুলিশ কিছু করেনি। ওরা নানা অসামাজিক কাজের সঙ্গে যুক্ত। ওরা তোলাবাজি করে। ওরা এদিন সকালেও দুই পুরকর্মীর মাথা ফাটিয়ে দিয়েছে।”
Related Posts
কলকাতার যোধপুর পার্কে ক্যাফেতে বিস্ফোরণ, আহত এক কর্মী
কলকাতার ক্যাফেতে বিস্ফোরণ। যোধপুর পার্কে ক্যাফে খোলার পরেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে খবর। বিস্ফোরণের জেরে দোকানের শাটার উড়ে গিয়েছে। ভেঙেছে কাচের দরজা। জখম হয়েছেন ওই ক্যাফেরই এক কর্মী। সূত্রে খবর, বুধবার সকাল ১১টা নাগাদ বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। ওই দোকানের চারপাশে যে ভাবে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাতে বিস্ফোরণ বলেই প্রাথমিক অনুমান। বিস্ফোরণের সঙ্গে […]
নন্দীগ্রামে অভিযুক্ত বিজেপি নেতা-কর্মীদের আপাতত রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট
নন্দীগ্রাম থানায় বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে ৪৭টি এফআইআর নিয়ে তদন্তে অগ্রগতির রিপোর্ট রাজ্যকে ২ জুলাই আদালতে পেশ করতে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা । এই সময়ের মধ্যে পুলিশ ওই ৪৭টি অভিযোগের ভিত্তিতে কারও বিরুদ্ধে কোনও পদক্ষেপ করবে না বলে অ্যাডভোকেট জেনারেল আশ্বাস দিয়েছেন । উল্লেখ্য, ১৪মে থেকে ১জুন একই থানায় ৪৭টি এফআইআর হয়েছে । […]
বউবাজারে মোবাইল চোর সন্দেহে গণপ্রহারে ছাত্রাবাসে পিটিয়ে খুন যুবক, আটক ১৪
বউবাজারের ছাত্রাবাসে পিটিয়ে খুনের অভিযোগ ঘিরে উত্তেজনা। মোবাইল চুরির অভিযোগে বউবাজারের নির্মল চন্দ্র স্ট্রিট ছাত্রাবাসে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ অন্যান্য আবাসিকদের বিরুদ্ধে। অভিযোগ, হাত- পা বেঁধে ওই ব্যক্তিকে মারধর করা হয়েছে। মৃতের নাম এরশাদ আলম। ১৪ জন ছাত্রকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা জানান মৃত্যু […]