ভয়াবহ রেল দুর্ঘটনা থেকে রক্ষা পেল সম্পর্কক্রান্তি এক্সপ্রেস। সোমবার সমস্তিপুরে একটি বড় রেল দুর্ঘটনা এড়ানো গিয়েছে, যেখানে দ্বারভাঙ্গা থেকে নয়াদিল্লিগামী বিহারের সম্পর্কক্রান্তি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন এবং কোচ দু’টি ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। তবে এ ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাটি ঘটেছে পুমরে সমষ্টিপুর-মুজাফফরপুর রেল সেকশনের ক্ষুদিরাম বোস পুসা স্টেশনের কাছে। ঘটনার পর স্থানীয় লোকজনের ভিড় জমে যায়। চলন্ত অবস্থায় কাপলিং ছিঁড়ে বিপত্তি, আলাদা হয়ে যায় বগি। সোমবার ঘটনাটি ঘটেছে বিহারের সমস্তিপুর-মুজফ্ফরপুর রেল ডিভিশনের পুসা স্টেশনের কাছে। এই ঘটনার খবর পেতেই সোনপুর থেকে রেলের কর্তারা ঘটনাস্থলে পৌঁছন। এই ঘটনার পর ট্রেনটিকে পুলা স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয়। চলন্ত অবস্থায় ট্রেনের বগি আলাদা হয়ে যাওয়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। বিশেষ করে সম্প্রতি পর পর বেশ কয়েকটি ট্রেন দুর্ঘটনার স্মৃতি এখনও মানুষের মনে রয়েছে। বিহারে সম্পর্কক্রান্তি এক্সপ্রেসের দুর্ঘটনা সেই ভয়াবহ রেল দুর্ঘটনার স্মৃতি উস্কে উঠেছে। যদিও এই দুর্ঘটনায় কেউ হতাহত হননি বলে রেল সূত্রে খবর।
Related Posts
স্পিকারের পদ বদলে, টিডিপি ও জেডিইউকে একটি করে পূর্ণমন্ত্রী, ৩টি ‘কম গুরুত্বের মন্ত্রক’ দিল মোদি সরকার
চন্দ্রবাবু নায়ডুর তেলুগু দেশম পার্টিকে স্পিকারের পদ বা কেন্দ্রে গুরুত্বপূর্ণ মন্ত্রকের বদলে অন্ধ্রপ্রদেশের জন্য আর্থিক সাহায্যের আশ্বাস। নীতীশ কুমারকে স্পিকারের পদ বা গুরুত্বপূর্ণ মন্ত্রকের বদলে ২০২৫-এ বিজেপি-জেডিইউ জোট ক্ষমতায় এলে ফের মুখ্যমন্ত্রীর গদির প্রতিশ্রুতি। মূলত এই কৌশলেই এনডিএ সরকারের দুই প্রধান শরিক তেলুগু দেশম পার্টি ও জেডিইউ-কে একটি করে পূর্ণমন্ত্রীর পদ ও তিনটি ‘কম গুরুত্বের’ […]
কেরলের ওয়ানাডে ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৪৬
কেরলের ওয়ানাডে ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে হল ১৪৬৷ আরও বহু মানুষ এখনও মাটির নীচে চাপা পড়ে থাকতে পারে বলে এখনও আশঙ্কা করছেন উদ্ধারকারীরা৷ সেনাবাহিনীর সঙ্গে এনডিআরএফ এবং অন্যান্য উদ্ধারকারী দল একটানা কাজ করে চললেও উদ্ধারকাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে অবিশ্রান্ত বৃষ্টি৷ আজই ওয়ানাড যাওয়ার কথা ছিল রাহুল গান্ধি এবং প্রিয়াঙ্কা গান্ধির৷ কিন্তু ওয়ানাডের মেপাল্লির যে […]
দ্বিতীয়বার লোকসভার স্পিকার পদে ওম বিড়লা, বিরোধী দলনেতা রাহুল গান্ধি, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু
১৮ তম লোকসভার প্রথম অধিবেশনে সংসদের নিম্নকক্ষের স্পিকার হিসাবে নির্বাচিত হলেন বিজেপি সাংসদ ওম বিড়লা। এই নিয়ে দ্বিতীয়বার ওম বিড়লা লোকসভার স্পিকার পদের দায়িত্ব পেলেন। বুধবার ধ্বনি ভোটে তিনি এই পদে নির্বাচিত হয়েছেন। ওম বিড়লা ২.০র যাত্রাকাল শুরু হতেই তাঁকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে বিরোধী দলনেতা রাহুল গান্ধি, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। […]