মেঘালয় বিধানসভায় বিরোধী দলনেতার মর্যাদা পেলেন তৃণমূলের মুকুল সাংমা। বৃহস্পতিবার মেঘালয় বিধানসভার সচিবালয় থেকে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। একমাত্র কংগ্রেস বিধায়ক রনি ভি লিংডোর সমর্থন নিয়ে উত্তর-পূর্বের এই রাজ্যে নতুন যাত্রা শুরু করল বাংলার শাসকদল। খবরটি নিজেই এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে পোস্ট করে মুকুল সাংমাকে অভিনন্দন জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, মেঘালয়ে শাসক দল ‘ন্যাশনাল পিপল্স পার্টি’ এনডিএ শরিক দল। যদিও এই রাজ্যে এখনও সাকুল্যে বিজেপি বিধায়কের সংখ্যা মাত্র দুই। অন্যদিকে মুকুল সাংমা মেঘালয়ের প্রবীণ রাজনীতিবিদ। কংগ্রেসের হয়ে মেঘালয়ের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীর দায়িত্বও সামলেছিলেন তিনি। ২০২৩ সালের বিধানসভা ভোটের আগে তৃণমূলে যোগ দেন মুকুল সাংমা। অভিষেক এক্স হ্যান্ডেলে তাঁর পোস্টে আশা প্রকাশ করেছেন, মেঘালয়ের মানুষের অধিকার রক্ষার জন্য মুকুল নিশ্চিত ভাবেই তাঁর স্বর তুলবেন। দলের সাধারণ সম্পাদক হওয়ার পর অভিষেকের লক্ষ্য ছিল, বাংলার বাইরে বিভিন্ন রাজ্যে তৃণমূলকে প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্যেই গোয়া, ত্রিপুরা, মেঘালয়ের ভোটে লড়েছিল তৃণমূল। গোয়া এবং ত্রিপুরায় সাফল্য না পেলেও মেঘালয়ে পাঁচটি আসনে জয় পায় তৃণমূল কংগ্রেস।
Related Posts
মোদির মন্ত্রিসভায় এবার ৭২ জন সদস্য
শেষ হল তৃতীয় মোদি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান। মোদির এবারের মন্ত্রিসভায় মোট ৭২ জন মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। তার মধ্যে ৯ জন নতুন মুখ। প্রথম বার কেন্দ্রীয় মন্ত্রী হলেন মধ্যপ্রদেশের প্রাক্তণ মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, চিরাগ পাসওয়ান, টিডিপির চন্দ্রশেখর পেমাস্সানি, রাম মোহন নাইডু, সেই সঙ্গে কেরলের প্রথম বিজেপি সাংসদ সুরেশ গোপী। মন্ত্রীসভায় জায়গা পাওয়া ৭২ জন […]
দিল্লিতে শিশু হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৬ নবজাতকের মৃত্যু, আহত একাধিক
শনিবার রাতের দিল্লির বিবেক বিহারের ভয়াবহ অগ্নিকাণ্ড। পূর্ব দিল্লির এক ‘বেবি কেয়ার সেন্টারে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যায়। খবর পেতেই সেখানে ছুটে যায় দমকল ৷ আগুন লেগে কমপক্ষে ছয় নবজাতকের মৃত্যু হয়েছে। শনিবার রাতের দিকে দিল্লির ওই শিশু হাসপাতালে আগুন লেগে যায়। মৃত্যু হয়েছে কমপক্ষে ছয় নবজাতকের। দিল্লির দমকল বিভাগ জানিয়েছে, পূর্ব দিল্লির বিবেক এলাকার […]
কাপলিং ছিঁড়ে আলাদা হল বগি, ভয়াবহ রেল দুর্ঘটনা থেকে রক্ষা পেল সম্পর্কক্রান্তি এক্সপ্রেস
ভয়াবহ রেল দুর্ঘটনা থেকে রক্ষা পেল সম্পর্কক্রান্তি এক্সপ্রেস। সোমবার সমস্তিপুরে একটি বড় রেল দুর্ঘটনা এড়ানো গিয়েছে, যেখানে দ্বারভাঙ্গা থেকে নয়াদিল্লিগামী বিহারের সম্পর্কক্রান্তি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন এবং কোচ দু’টি ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। তবে এ ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাটি ঘটেছে পুমরে সমষ্টিপুর-মুজাফফরপুর রেল সেকশনের ক্ষুদিরাম বোস পুসা স্টেশনের কাছে। ঘটনার পর স্থানীয় লোকজনের ভিড় জমে […]