সার্জেন্ট দেবাশিস চক্রবর্তীর গাড়িতে ইট ছুড়ে হামলার অভিযোগে গ্রেফতার বিজেপি মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু সিং এবং সুব্রত দাস

পুলিশ সূত্রে খবর, গ্রেফতার হওয়া তরুণীর নাম রিঙ্কু সিং। বিজেপি মহিলা মোর্চার নেত্রী তিনি। ওইদিন নবান্ন অভিযানে রিঙ্কু এবং তাঁর সঙ্গীদের হাতে ইট দেখা গিয়েছিল। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এসবের ভিত্তিতেই পুলিশ রিঙ্কুকে গ্রেফতার করেছে। ট্র্যাফিক সার্জেন্ট দেবাশিস চক্রবর্তীর চোখে আঘাতের ঘটনায় ধরপাকড় শুরু করেছে লালবাজার। এই ইট ছুড়ে চোখে আঘাতের ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন মহিলা।কলকাতা পুলিশের সাইবার সেলের সার্জেন্ট দেবাশিস চক্রবর্তীর গাড়িতে ইট ছুড়ে হামলার জেরে তাঁর চোখ নষ্ট হতে বসেছে। এই ঘটনায় ময়দান থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। তার ভিত্তিতেই আজ, বৃহস্পতিবার দু’জনকে গ্রেফতার করল পুলিশ। লালবাজার সূত্রে খবর, ধৃত মহিলার নাম রিঙ্কু সিং। মহেশতলার বাসিন্দা। সুব্রত দাস নামের যুবককে গ্রেফতার করা হয়েছে। ওই এলাকার সিসিটিভি ক্যামেরায় যাদের দেখা গিয়েছে, তাদের মধ্যে এই দু’জন ছিল।

error: Content is protected !!