আগামী ২৩ জুলাই বাজেট, জানালেন সংসদ বিষয়ক মন্ত্রী

অবশেষে বাজেটের দিনক্ষণ ঘোষণা করল মোদি সরকার। সরকার গঠন হওয়ার পরেই কবে পরবর্তী বাজেট পেশ হবে তা নিয়ে উৎকণ্ঠা ছিল সাধারণ মানুষের মধ্যে। শনিবার দেশের সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজুজু এক্স হ্যান্ডলে বাজেটের দিনক্ষণ ঘোষণা করেন। জানা গিয়েছে চলতি মাসের ২২ তারিখ থেকে শুরু হবে বাজেট অধিবেশন। চলবে ২২ অগস্ট পর্যন্ত। ভারত সরকারের তরফে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে এই প্রস্তাব পাঠানো হয়েছিল। রাষ্ট্রপতি সেই প্রস্তাবে সম্মতি দিয়েছে। সেই সঙ্গে জানা গিয়েছে ২৩ জুলাই লোকসভায় বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

error: Content is protected !!