খেলার মাঠে এ দৃশ্য বড় অশোভন। ফুটবলারদের উদ্দেশে গ্যালারি থেকে কটূক্তি, বিয়ারের ক্যান, কাপ ছোড়া! পালটা সমর্থকদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়া ফুটবলারদের। বৃহস্পতিবার কোপা আমেরিকার সেমিফাইনালে এই অশোভন দৃশ্যেরই সাক্ষী থাকল ফুটবল বিশ্ব।বৃহস্পতিবার কোপার টানটান সেমিফাইনালে উরুগুয়েকে ১-০ গোলে হায়েছে কলম্বিয়া। চলতি টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে ছিল ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। কিন্তু এদিন খানিক অঘটন ঘটিয়েই সেই উরুগুয়ের বিরুদ্ধে জয় তুলে নেয় কলম্বিয়া। উরুগুয়ে খাতায়কলমে খানিকটা এগিয়ে থাকলেও ১৫ বারের চ্যাম্পিয়নদের এক ইঞ্চিও জমি ছাড়েনি কলম্বিয়া। রদ্রিগেজরা এগিয়েও যান প্রথমার্ধেই। ম্যাচের ৩৯ মিনিটে কলম্বিয়ার হয়ে জয়সূচক গোলটি করেন লার্মা। দীর্ঘসময় কলম্বিয়াকে ১০ জনে পেয়েও গোল শোধ করতে পারেনি উরুগুয়ে। স্বাভাবিকভাবেই হারের হতাশা গ্রাস করেছিল উরুগুয়ে ফুটবলারদের। খেলা শেষে মাঠেই ভেঙে পড়তে দেখা যায় অনেককে। অন্যদিকে দলের অপ্রত্যাশিত জয়ে বন্য উল্লাসে মেতে ওঠেন কলম্বিয়া সমর্থকরা। নিজের দেশের হয়ে তো বটেই অভিযোগ উরুগুয়ের বিরুদ্ধে অসম্মান জনক স্লোগানও দেন তাঁরা। তবে মূল ঘটনাটি ঘটে উরুগুয়ের বিধ্বস্ত ফুটবলাররা যখন গ্যালারির ভিতর দিয়ে ড্রেসিং রুমে ফিরছিলেন তখন।
Related Posts
দিল্লি ক্যাপিটালসের কাছে হেরে আইপিএল থেকে বিদায় কার্যত নিশ্চিত করে ফেলল লখনউ সুপার জায়ান্টস
মঙ্গলবার রাতে দিল্লির কাছে হেরে আইপিএল থেকে বিদায় কার্যত নিশ্চিত করে ফেলল লখনউ সুপার জায়ান্টস। ঘরের মাঠে টস হারেন দিল্লির অধিনায়ক পন্থ। প্রথমে বল করার সিদ্ধান্ত নেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল। শুরুটা ভাল হয়নি দিল্লির। দ্বিতীয় বলেই ফর্মে থাকা জেক-ফ্রেজ়ার ম্যাকগার্ককে শূন্য রানে আউট করেন আরশাদ খান। আর এক ওপেনার অভিষেক ফর্মে ছিলেন। […]
সানরাইজার্স হায়দরাবাদকে ৭৮ রানে হারালো চেন্নাই সুপার কিংস
চেন্নাই সুপার কিংস: ২১৩/৩ (ঋতুরাজ-৯৮, মিচেল-৫২)সানরাইজার্স হায়দরাবাদ: ১৩৪/১০ (মার্করাম-৩২, ক্লাসেন-২০)৭৮ রানে জয়ী চেন্নাই সুপার কিংস হায়দরাবাদকে উড়িয়ে দিয়ে দুম্যাচ পর জয়ের সরণিতে ফিরল চেন্নাই সুপার কিংস। গত দুই ম্য়াচে লখনউ সুপার জায়ান্টদের কাছে পরাস্ত হয় চেন্নাই। যার জেরে এক ধাক্কায় লিগ তালিকার পাঁচেরও নিচে নেমে যেতে হয়েছিল ধোনিদের। স্বাভাবিক ভাবেই জয়ের খিদে বাড়তে শুরু করে। […]
কেকেআরের ঝড়ে উড়ে গেল হায়দরাবাদ, তৃতীয় বার আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স
কলকাতা নাইট রাইডার্স আবার আইপিএল চ্যাম্পিয়ন। ১০ বছর পর আবার। ফাইনালে সহজ জয় ছিনিয়ে নিল শ্রেয়স বাহিনী। ৮ উইকেটে তারা হারাল সানরাইজার্স হায়দরাবাদ। মাত্র ১০.৩ ওভারে ১১৪ রান তুলে নেন গুরবাজ-ভেঙ্কটেশরা। এই নিয়ে তৃতীয় বার আইপিএল চ্যাম্পিয়ন শাহরুখ খানের টিম। প্রথমে ব্যাট করে সানরাইজার্স করল মাত্র ১১৩ রান। আইপিএল ফাইনালের নিরিখে যে স্কোর নিমিত্তমাত্র। সেই […]