কোপা সেমিফাইনালে কলম্বিয়া সমর্থকদের সঙ্গে হাতাহাতি উরুগুয়ে ফুটবলারদের

খেলার মাঠে এ দৃশ্য বড় অশোভন। ফুটবলারদের উদ্দেশে গ্যালারি থেকে কটূক্তি, বিয়ারের ক্যান, কাপ ছোড়া! পালটা সমর্থকদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়া ফুটবলারদের। বৃহস্পতিবার কোপা আমেরিকার সেমিফাইনালে এই অশোভন দৃশ্যেরই সাক্ষী থাকল ফুটবল বিশ্ব।বৃহস্পতিবার কোপার টানটান সেমিফাইনালে উরুগুয়েকে ১-০ গোলে হায়েছে কলম্বিয়া। চলতি টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে ছিল ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। কিন্তু এদিন খানিক অঘটন ঘটিয়েই সেই উরুগুয়ের বিরুদ্ধে জয় তুলে নেয় কলম্বিয়া। উরুগুয়ে খাতায়কলমে খানিকটা এগিয়ে থাকলেও ১৫ বারের চ্যাম্পিয়নদের এক ইঞ্চিও জমি ছাড়েনি কলম্বিয়া। রদ্রিগেজরা এগিয়েও যান প্রথমার্ধেই। ম্যাচের ৩৯ মিনিটে কলম্বিয়ার হয়ে জয়সূচক গোলটি করেন লার্মা। দীর্ঘসময় কলম্বিয়াকে ১০ জনে পেয়েও গোল শোধ করতে পারেনি উরুগুয়ে। স্বাভাবিকভাবেই হারের হতাশা গ্রাস করেছিল উরুগুয়ে ফুটবলারদের। খেলা শেষে মাঠেই ভেঙে পড়তে দেখা যায় অনেককে। অন্যদিকে দলের অপ্রত্যাশিত জয়ে বন্য উল্লাসে মেতে ওঠেন কলম্বিয়া সমর্থকরা। নিজের দেশের হয়ে তো বটেই অভিযোগ উরুগুয়ের বিরুদ্ধে অসম্মান জনক স্লোগানও দেন তাঁরা। তবে মূল ঘটনাটি ঘটে উরুগুয়ের বিধ্বস্ত ফুটবলাররা যখন গ্যালারির ভিতর দিয়ে ড্রেসিং রুমে ফিরছিলেন তখন।

error: Content is protected !!