বেলুড়ে গঙ্গার উথাল-পাথাল ঢেউ, প্রাণভয়ে চিৎকার যাত্রীদের, ভাইরাল ভিডিও

বেলুড়ে রুদ্রমূর্তি গঙ্গার। উথাল-পাথাল যাত্রীবাহী লঞ্চের। প্রাণভয়ে চিৎকার যাত্রীদের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো সেই ছবি। গত মঙ্গলবারের ঘটনা। কোনওমতে প্রাণে বেঁচে ফিরেছেন যাত্রীরা। বেলুড় থেকে দক্ষিণেশ্বর যাওয়ার লঞ্চ ছেড়েছিল। কিছুক্ষণ চলার পরই হঠাৎ গঙ্গায় জলের প্রবল ঢেউয়ে উথাল-পাতাল শুরু হয়। ওই সময় লঞ্চে ঠাসা যাত্রী ছিল। আতঙ্কে যাত্রীরা ছুটোছুটি শুরু করেন। হুড়োহুড়ি পড়ে যায়। পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার নেয়। লঞ্চের দুলুনিতে প্রাণ অতিষ্ট হয়ে ওঠে যাত্রীদের। তীরে নামার পরও যাত্রীদের চোখেমুখে ছিল আতঙ্কের ছাপ। গত মঙ্গলবার দুপুর আড়াইটে থেকে পৌনে তিনটে নাগাদ বেলুড় থেকে লঞ্চ দক্ষিণেশ্বরের দিকে যাবার সময় কিছুক্ষণ চলার পর ভয়ানকভাবে দুলতে শুরু করে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

error: Content is protected !!