১০০ গ্রাম বেশি ওজন! অলিম্পিক্স থেকে বাতিল বিনেশ ফোগাট, নিশ্চিত পদক মিলবে না

সরকারি সিলমোহর পড়ে গেল। ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের তরফে সরকারিভাবে জানানো হল যে ওজন বেশি হওয়ার জন্য মহিলাদের ৫০ কেজি ফ্রিস্টাইলের ফাইনাল থেকে বিনেশ ফোগটকে বাতিল করে দেওয়া হল। রাতভর তাঁর ওজন কমানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু আজ সকালে তাঁর ওজন কয়েক গ্রাম বেশি থেকে গিয়েছে। অলিম্পিক্সে থেকে বহিষ্কার করা হতে পারে বিনেশ ফোগটকে। তার জেরে অলিম্পিক্সের পদক হাতছাড়া হতে পারে ভারতীয় কুস্তিগিরের। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, যে ক্যাটেগরিতে লড়ছেন বিনেশ, সেটার সর্বোচ্চসীমার থেকে ভারতীয় কুস্তিগিরের ওজন ১০০ গ্রাম বেশি হয়েছে। আর নিয়ম অনুযায়ী, সেটা হলেই বাতিল করে দেওয়া হবে। যদিও সরকারিভাবে সেই বিষয়ে কিছু জানানো হয়নি।

error: Content is protected !!