রাজ্য মন্ত্রিসভায় বড়সড় রদবদল! জানা গেছে, খুব শীঘ্রই রাজ্য মন্ত্রিসভায় বড়সড় রদবদল হতে চলেছে। এমনিতেই লোকসভা নির্বাচনে জিতে সাংসদ হয়েছেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। তিনি সংসদে যাচ্ছেন। তাই তাঁর জায়গায় নতুন মন্ত্রী আসতে পারেন। এছাড়াও সব মিলিয়ে মোট তিনটি দফতরে পরিবর্তন করা হতে পারে বলে দাবি করা হয়েছে রিপোর্টে। এই আবহে মমতার মন্ত্রিসভায় নতুন মুখের আবির্ভাব ঘটতে পারে বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, ইতিমধ্যেই মন্ত্রিসভায় রদবদল সংক্রান্ত ফাইল রাজভবনে পাঠানো হয়েছে নবান্নের তরফ থেকে। সেই ফাইলে রাজ্যপালের স্বাক্ষর পড়লেই রদবদলে শিলমোহর পড়বে। তবে এখনও নাকি রাজ্যপালের তরফ থেকে সেই ফাইলে সই করা হয়নি। তাই আপাতত মন্ত্রিসভায় রদবদলের বিষয়টি ‘ঝুলে রয়েছে’। রাজ্যপালের সইয়ের পরই আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব পাবেন নতুন মন্ত্রীরা। এদিকে কারা এই সব দবদলে পদ পাবেন, তা নিয়ে চলছে বিস্তর চর্চা। উল্লেখ্য, সেচমন্ত্রীর পদে থাকা পার্থ ভৌমিক লোকসভা ভোটে ব্যারাকপুর থেকে জেতায় সেই দফতরটি নিজের কাছে রেখে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার সেচ দফতর অন্য কারও হাতে তুলে দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। এই আবহে সদ্য উপনির্বাচনে জিতে আসা বিধায়কদের কপাল খুলতে পারে বলে মনে করা হচ্ছে।
Related Posts
আরজি করের চিকিৎসকের দেহ উদ্ধারের পর সেমিনার হলের ভিডিও ভাইরাল? নেট সমাজের ‘বহিরাগত’ তত্ত্বের জবাব দিল কলকাতা পুলিশ
৪৩ সেকেন্ডের ওই ভিডিয়ো প্রকাশ্যে এনে দাবি করা হল, আরজি কর মেডিক্যাল কলেজের জরুরি বিভাগের চারতলার যে সেমিনার হল মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল, ভিডিয়োটি সেই সেমিনার হলের। বঙ্গ নিউজ এই ভিডিওটির সত্যতা যাচাই করেনি। আরজি কর মেডিক্যাল কলেজের সেমিনার হলে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের পর সেখানে অত মানুষ কী ভাবে প্রবেশ করেছিলেন, তাঁদের মধ্যে […]
শ্লীলতাহানির ঘটনায় নতুন মোড়, রাজভবনে আরও চার কর্মচারীকে নোটিশ পাঠাল পুলিশ
রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগের ঘটনায় ইতিমধ্যেই এফআইআর করা হয়েছে পুলিশের তরফ থেকে। রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির ঘটনার অভিযোগে এবার আরও চার কর্মীকে নোটিশ পাঠাল পুলিশ। এর আগেও তিন কর্মচারীকে নোটিশ দিয়ে তলব করা হয়েছিল পুলিশের তরফে। তাঁরা কেউই হাজিরা দেননি। উল্টে, ইমেল পাঠিয়ে তাঁরা কিছুদিন সময় চেয়েছেন পুলিশের কাছে। সূত্রের খবর, নির্ধারিত […]
আরজিকর ঘটনার তদন্তের দায়িত্বে এবার উত্তরপ্রদেশের হাতরস ধর্ষণ কাণ্ডের তদন্তকারী অফিসার সীমা পাহুজা
তদন্ত ভার হাতে নেওয়ার পর ৫ দিন কেটে গেলেও এখনও পর্যন্ত আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় কোনও অগ্রগতি করতে পারেনি সিবিআই। তারা তদন্তভার নেওয়ার পর এমন কোনও ব্রেক থ্রু দিতে পারেননি যার জন্য এই ঘটনার জন্য আন্দোলনকারীরা অস্বস্ত হতে পারেন। সিবিআই ইতিমধ্যেই আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে টানা জেরা করছে সিবিআই। এর […]