আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ধর্ষণ ও হত্যার ঘটনায় গোটা দেশ জুড়ে তোলপাড়ের মধ্যেই বিজেপি শাসিত গুজরাতের একটি হাসপাতালে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, এমারজেন্সি রুমে প্রবেশের আগে রোগীর পরিবারের সদস্যদের জুতো খুলে রাখতে বলায় সেখানে কর্মরত এক চিকিৎসক-কে মারধর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার, ভাবনগরের সিহোর এলাকার একটি বেসরকারী হাসপাতালে। মাথায় আঘাত পাওয়া এক মহিলাকে চিকিৎসার জন্য নিয়ে আসেন অভিযুক্তরা। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে এমারজেন্সি রুমের ভিতরে তিনজন পুরুষ রোগীর বিছানার পাশে দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পরেই ডাক্তার জয়দীপ সিংহ গোহিল রুমে ঢুকলে রোগীর পরিবারের সদস্যদের জানান, তারা যেন নিজেদের জুতো বাইরে খুলে রাখেন। এতেই শুরু হয় অশান্তি। ডাক্তারের কথা শোনামাত্রই সেই তিন ব্যক্তি রেগে গিয়ে ডাক্তারকে মারধর করতে শুরু করেন রোগীর পরিবারের সদস্যরা। ঘটনাটি ঘটে এমারজেন্সি রুমের ভেতরেই, যেখানে রোগী শুয়ে ছিলেন এবং নার্সিং স্টাফরা সেখানেই উপস্থিত ছিলেন। তারা থামানোর চেষ্টা করলেও ওই তিন ব্যক্তি থামেননি। পুরো পরিস্থিতির ফলে শুধু চিকিৎসকই নন, এমারজেন্সি রুমের ওষুধ ও অন্যান্য জরুরি সরঞ্জামও ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পরেই পুলিসের হাতে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়, হীরেন ডাঙ্গার, ভবদীপ ডাঙ্গার এবং কৌশিক কুভাদিয়াকে। তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায়-সংহিতা (BNS)অনুযায়ী একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।
Related Posts
‘বিচারব্যবস্থাকে দুর্বল করার চেষ্টা হচ্ছে’, প্রধান বিচারপতিকে খোলা চিঠি ২১ জন অবসরপ্রাপ্ত বিচারপতির
লোকসভা নির্বাচনের মুখে বিচার বিভাগ নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিলেন দেশের অবসরপ্রাপ্ত বিচারপতিরা ৷ নির্দিষ্ট কিছু চাপ, ভুল তথ্য এবং জনসমক্ষে অবজ্ঞার মাধ্যমে বিচার বিভাগকে দুর্বল করার জন্য কোন কোন মহল থেকে বারবার চাপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে ৷ যা নিয়ে দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে চিঠি লিখেছেন সুপ্রিম কোর্ট […]
বিজেপি দুর্নীতিবাজদের আস্তানায় পরিণত হয়েছে, যার জন্য দেশকে মূল্য দিতে হচ্ছে: রাহুল
প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুল গান্ধী শনিবার অভিযোগ করেছেন যে ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশে দুর্নীতির একটি স্কুল চালাচ্ছেন, যেখানে তিনি নিজেই দুর্নীতির বিজ্ঞানের বিষয়ের অধীনে অনুদানের ব্যবসা সহ প্রতিটি অধ্যায় বিস্তারিতভাবে পড়াচ্ছেন।’ রাহুল গান্ধী অভিযোগ করেছেন যে বিজেপি কেন্দ্রীয় সংস্থার অভিযান থেকে অনুদান সংগ্রহ করছে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি পোস্টে রাহুল […]
মমতার পর দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন অতিশি মারলেনা
দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অতিশি মারলেনা। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় দীর্ঘদিন জেলবন্দি থাকার পর মুক্তি পেয়েই পদত্যাগ করেন অরবিন্দ কেজরিওয়াল। তাঁর কুর্সিতে এ বার আতিশি। দিল্লির সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রীর তকমা পেলেন তিনি। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পর দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী পেল দেশ। দিল্লির দায়িত্ব কাঁধে নেওয়ার আগে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে শনিবার সকালেই সাক্ষাৎ করেন […]