জুতো খুলে কেন ঢুকতে হবে?’ গুজরাতের হাসপাতালে এমারজেন্সি রুমে কর্মরত ডাক্তারকে মারধর !

আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ধর্ষণ ও হত্যার ঘটনায় গোটা দেশ জুড়ে তোলপাড়ের মধ্যেই বিজেপি শাসিত গুজরাতের একটি হাসপাতালে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, এমারজেন্সি রুমে প্রবেশের আগে রোগীর পরিবারের সদস্যদের জুতো খুলে রাখতে বলায় সেখানে কর্মরত এক চিকিৎসক-কে মারধর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার, ভাবনগরের সিহোর এলাকার একটি বেসরকারী হাসপাতালে। মাথায় আঘাত পাওয়া এক মহিলাকে চিকিৎসার জন্য নিয়ে আসেন অভিযুক্তরা।  সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে এমারজেন্সি রুমের ভিতরে তিনজন পুরুষ রোগীর বিছানার পাশে দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পরেই ডাক্তার জয়দীপ সিংহ গোহিল রুমে ঢুকলে রোগীর পরিবারের সদস্যদের জানান, তারা যেন নিজেদের জুতো বাইরে খুলে রাখেন। এতেই শুরু হয় অশান্তি। ডাক্তারের কথা শোনামাত্রই সেই তিন ব্যক্তি রেগে গিয়ে ডাক্তারকে মারধর করতে শুরু করেন রোগীর পরিবারের সদস্যরা। ঘটনাটি ঘটে এমারজেন্সি রুমের ভেতরেই, যেখানে রোগী শুয়ে ছিলেন এবং নার্সিং স্টাফরা সেখানেই উপস্থিত ছিলেন। তারা থামানোর চেষ্টা করলেও ওই তিন ব্যক্তি থামেননি। পুরো পরিস্থিতির ফলে শুধু চিকিৎসকই নন, এমারজেন্সি রুমের ওষুধ ও অন্যান্য জরুরি সরঞ্জামও ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পরেই পুলিসের হাতে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়, হীরেন ডাঙ্গার, ভবদীপ ডাঙ্গার এবং কৌশিক কুভাদিয়াকে। তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায়-সংহিতা (BNS)অনুযায়ী একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

error: Content is protected !!