তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে সিবিআইকে এক হাত নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর জি কর কাণ্ডে সিবিআই তদন্তের এতদিন কেটে গেলেও ওই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ গ্রেপ্তার হননি কেন প্রশ্ন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “৪ দিন পুলিশের হাতে কেস ছিল। তার পর থেকে সিবিআইয়ের হাতে। এই কাণ্ডে সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়নি কেন সিবিআই জবাব দিক।” আর জি কর কাণ্ডে ওই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের ভূমিকা নিয়ে বার বার প্রশ্ন উঠছে। হাই কোর্ট থেকে সুপ্রিম কোর্টেও ঘটনার দিনে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। আন্দোলনকারীদের একাংশও সন্দীপের গ্রেপ্তার নিয়ে প্রশ্ন তুলেছে। সিবিআই এই ঘটনার তদন্তভার নেওয়ার পর প্রায় প্রতিদিন জেরার মুখোমুখি হয়েছেন সন্দীপ। এমনকী আর জি কর হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগে তাঁর বাড়িতে তল্লাশি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে তাঁকে গ্রেপ্তার করেনি সিবিআই। সিবিআইয়ের তদন্ত নিয়ে প্রশ্ন তুলে অভিষেক এদিনের সভা থেকে বলেন, “৪ দিন পুলিশের হাতে কেস ছিল। একজন গ্রেপ্তার করেছিল পুলিশ। তার পর থেকে সিবিআইয়ের হাতে। এখনও পর্যন্ত খুন ও ধর্ষণকাণ্ডে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়নি সিবিআইকে জবাব দিতে হবে।সাধারণ মানুষ বলছে বিচার চায়। আমরা বলছি বিচার চাই। এই ঘটনার সবাই বিচার চায়। বিজেপি বলছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই।” আরজি কর কাণ্ডকে কেন্দ্র করে দেশ জুড়ে হয়েছে প্রতিবাদ। ১৪ অগাস্ট মহিলাদের নেতৃত্বে সারা রাজ্যেই স্বতঃস্ফূর্তভাবে রাতে প্রতিবাদে নেমেছিলেন মহিলারা। প্রত্যেকের দাবি ছিল একটাই, অপরাধীদের ফাঁসি চাই। এবার ২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ থেকে ১৪ অগাস্টের রাতদখলকে সমর্থন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, আরজি কর আন্দোলনকে দিল্লি পর্যন্ত নিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমরা সবাই বিচার চাই৷ আরজি কর আন্দোলন দিল্লি পর্যন্ত নিয়ে যাব৷ আমি কথা রাখার ছেলে৷ শুরু তুমি করেছ, শেষ আমরা করব”।
Related Posts
সন্দীপ ঘোষ সহ ৬ জনের পলিগ্রাফ পরীক্ষার জন্য দিল্লি থেকে কলকাতায় এলো সিবিআইয়ের বিশেষ দল
অনুমতি আগেই মিলেছিল। শনিবারই কলকাতার সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে সন্দীপ ঘোষ এবং বাকিদের পলিগ্রাফ পরীক্ষার প্রক্রিয়া শুরু হল। মোট ছ’জনের পলিগ্রাফ পরীক্ষা হবে। দিল্লি থেকে সিবিআইয়ের একটি বিশেষ দল এর জন্য কলকাতায় এসেছে। শনিবারই সকলের পলিগ্রাফ পরীক্ষা করানো যাবে কি না, তা স্পষ্ট নয়। আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের পলিগ্রাফ পরীক্ষাও শনিবার […]
আরজি কর হাসপাতালের ঘটনায় রবিবার পথে নামছে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা
মিছিলের ডাক দিল পশ্চিমবঙ্গ জুনিয়র চিকিৎসক মঞ্চ ৷ প্রায় ২৫টি মেডিক্যাল কলেজ সম্মিলিত হয়ে নতুন এই মঞ্চ গড়ে তুলল শনিবার ৷ এই মঞ্চ রবিবার একটি মহামিছিলের ডাক দিয়েছে ৷ আরজি করে নিহত মহিলা চিকিৎসকের জন্য ন্যায় বিচারের দাবিতে ১৮ অগস্ট, দুপুর 1টায় কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত এই মহামিছিল হবে ৷ ‘আমার দিদির ন্যায় বিচার, […]
‘মোদি সরকার স্থায়ী নয়, যে কোনও দিন পতন ঘটতে পারে’! একুশের মঞ্চ থেকে দাবি মমতার
নরেন্দ্র মোদির সরকারের পতন যে কোনও দিন ঘটতে পারে৷ একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ফের এই দাবি করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ চারশো পার কল্পনা ছাড়া কিছুই না। সংখ্যাগরিষ্ঠতা তো দূর, জোট বেঁধে সরকার গড়েছে গেরুয়া শিবির। কিন্তু কেন্দ্রের এই এনডিএ-সরকার যে ক্ষণস্থায়ী- সেটা প্রথম থেকেই জানিয়ে দেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার, ধর্মতলায় একুশে জুলাইয়ের […]