বিরাটিকাণ্ডে নয়া মোড়! বাচ্চা চুরির অভিযোগে অভিযুক্ত মহিলা শিশুটির মা ৷ দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর বুধবার রাতেই এমনটা জানানো হয়েছে শিয়ালদা জিআরপি’র তরফে। অর্থাৎ মহিলার বিরুদ্ধে বাচ্চা চুরির যে অভিযোগ এনে ট্রেন যাত্রীরা হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে ছিলেন বিরাটি স্টেশনে। সেই অভিযোগের কোনও ভিত্তি নেই বলে জানাল রেল পুলিশ। এর নেপথ্যে ‘গুজব’ রয়েছে বলেই মনে করছেন তাঁরা। প্রাথমিক তদন্তে রেল পুলিশ জানতে পেরেছে, ব্যাগে ভরে শিশু চুরির যে অভিযোগ ট্রেন যাত্রীদের একাংশ করেছিলেন, তা ভিত্তিহীন ৷ বুধবার চলন্ত ট্রেনে এমন কোনও ঘটনায় ঘটেনি বলেও দাবি শিয়ালদা জিআরপি-র। রেল পুলিশের তদন্তে উঠে এসেছে, ১১ মাসের ওই শিশুটি এদিন মহিলার কোলে ছিল। মহিলা কামরায় তিনি তাঁর সন্তানকে স্তন্যপান করাচ্ছিলেন। তখনই কোনওভাবে মহিলাকে শিশু ‘চোর’ ভেবে নেন সহ-যাত্রীদের একাংশ। এরপরই কোনও কিছু না জেনে শিশু ‘চোর’ সন্দেহে মহিলার থেকে জোর করে কেড়ে নেওয়া হয় তাঁর সন্তানকে। তাঁকে হেনস্থা করেন । পরে শিয়ালদাগামী দত্তপুকুর লোকাল বিরাটি স্টেশনে ঢুকলে ওই মহিলাকে রেল পুলিশের হাতে তুলে দেন ট্রেন যাত্রীরা। এদিকে, বিরাটিকাণ্ডে আটক মহিলাকে বারাসত জিআরপি থানায় নিয়ে এসে দফায় দফায় জেরা করেন তদন্তকারীরা। রেল পুলিশ সূত্রে খবর, মহিলাকে জেরা করার সময় তাঁর পাশেই রাখা হয়েছিল ১৫ মাসের ওই শিশুটিকে। জেরায় ওই মহিলা রেল পুলিশকে দমদমের একটা ঝুপড়ির ঠিকানা বলেন। সেই ঠিকানায় নিয়ে যাওয়া হয় ওই মহিলাকে। কিন্তু মহিলা সঠিক ঠিকানা দেখাতে পারেননি। ফলে, প্রাথমিকভাবে তদন্তকারীদের ধারণা, মহিলা মানসিকভাবে বিকারগ্রস্ত। তাই আপাতত শিশুটিকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেওয়া হবে বলে ঠিক হয়েছে। সেই সঙ্গে মহিলার মেডিক্যাল পরীক্ষাও করানো হচ্ছে । প্রয়োজনে মহিলাকে হোমেও পাঠানো হতে পারে। পরবর্তী সময়ে মহিলার স্মৃতিশক্তি ঠিক হলে এবং সঠিক ঠিকানা দিতে পারলে শিশুটিকে তাঁর কাছে ফিরিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে রেল পুলিশের তরফে। প্রসঙ্গত, ছেলেধরা গুজব নিয়ে গত কয়েকদিন ধরেই উত্তাল উত্তর 24 পরগনার বিভিন্ন এলাকা। গুজবের জেরে একাধিক জায়গায় গণপিটুনির ঘটনাও ঘটেছে। গুজব বন্ধ করতে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিমূলক পোস্টের বিরুদ্ধে পুলিশ যেমন কড়া ব্যবস্থা নিয়েছে।
Related Posts
সাতসকালে হাওড়ার জগৎবল্লভপুরে ঘূর্ণিঝড়ের তাণ্ডব
হাওড়ার জগৎবল্লভপুরে ঘূর্ণিঝড়ের তাণ্ডব। ঘূর্ণিঝড়ের দাপটে উপড়ে গেল বহু গাছ। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি। ক্ষতিগ্রস্ত জগৎবল্লভপুরের একাংশ। দশ মিনিটের ঘূর্ণিঝড়ে তছনছ হাওড়া জগৎবল্লভ পুরের পতিহলে। একাধিক গাছ পরে বিপত্তি, বাড়ির ওপর পড়ল গাছ। উড়ল বাড়ি ও কারখানার চাল। মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্থ এলাকায় গিয়ে দেখা গিয়েছে গ্রামের প্রচুর বাড়ির চাল উড়ে গিয়েছে বহুদূর। মাটির দেওয়ালে […]
দক্ষিণ ২৪ পরগনার জীবনতলায় মাদক খাইয়ে তৃণমূল নেতাকে পিটিয়ে খুন অভিযোগ পরিবারের
তৃণমূল নেতাকে খুন করার অভিযোগ জীবনতলায়। দক্ষিণ ২৪ পরগনা জেলার জীবনতলা থানার ৭ নম্বর গ্রামের ঘটনা। মৃতের নাম রবীন্দ্রনাথ মণ্ডল। তিনি স্থানীয় ২১৮ নম্বর বুথের তৃণমূলের সম্পাদক ছিলেন। মাদক খাইয়ে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। পরিবারের সদস্যেরা দুই প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ করছেন। টাকা পয়সা সংক্রান্ত বিষয়ে বিবাদ ছিল বলে অভিযোগ। জীবনতলা থানার পুলিশ […]
৪ মাসের ট্রেনিং শেষে চাকরি পেলেন ২৬ পড়ুয়া
৪ মাসের ট্রেনিং শেষে হাতে নিয়োগপত্র। বিভিন্ন নামিদামি বেসরকারি কোম্পানিতে চাকরির সুযোগ পেলেন বাঁশবেড়িয়ার ২৬ জন ছাত্র ছাত্রী। গত ফেব্রুয়ারি মাসে বাঁশবেড়িয়া কলবাজার চওড়া লাইন এলাকার উৎকর্ষ বাংলার মাধ্যমে একটি বেসরকারি প্রাইমারি বিদ্যালয়ে স্কিল ডেভলপমেন্ট ট্রেনিং শুরু হয়। কলকাতার বড়গাছ ফাউন্ডেশন এবং হুগলি রুরাল পুলিশের সহযোগিতায় স্থানীয় কিছু পিছিয়ে পড়া যুবক যুবতীদের কম্পিউটার শিক্ষার পাশাপাশি […]