সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স- কে নিষিদ্ধ ঘোষণা করল ব্রাজিলের সুপ্রিমকোর্ট। এক্সের মালিক টেক বিলিয়নিয়ার ধনকুবের এলন মাস্ক, ব্রাজিলে আইনী প্রতিনিধির নাম জানাতে অস্বীকার করায় এই সিদ্ধান্ত বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। এর ফলে বাক স্বাধীনতা এবং ভুল তথ্যের কারণে দু পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা বিবাদ আরও তীব্র হলও বলে মনে করা হচ্ছে। এর আগে, সপ্তাহের শুরুতেই বিচারপতি অ্যালেকজান্দ্রে দে মোরিস, এ ব্যাপারে ইলন মাস্ককে সতর্ক করে দিয়ে ২৪ ঘন্টার সময় দিয়েছিলেন। কিন্তু সেই বিতর্ক রয়েই গেল।
Related Posts
নির্বাচনী ফলাফলে বামপন্থী জোট এগিয়ে যেতেই অশান্ত ফ্রান্স
ফ্রান্সের নির্বাচনে এগিয়ে রয়েছে বামপন্থী জোট ৷ এক্সিট পোলেও এমনই সম্ভাবনার ইঙ্গিত মিলেছে ৷ বামপন্থী জোট এগিয়ে থাকার খবর প্রকাশ্যে আসতেই অশান্ত হয়ে উঠেছে প্যারিস ৷ দিকে দিকে রাস্তায় নেমে চলছে বিক্ষোভ ৷ ঘটনার একটি ভিডিয়ো ফুটেজ সামনে এসেছে ৷ সেখানে দেখা যাচ্ছে, মুখোশ পরে বিক্ষোভকারীরা রাস্তায় দৌড়চ্ছে, আগুন জ্বালাচ্ছে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করছে ৷ তবে […]
বিশ্বজুড়ে মাইক্রোসফট উইন্ডোজের সার্ভার ডাউন, ব্যাহত বিমানবন্দর থেকে ব্যাঙ্কিং পরিষেবা
সকাল থেকে চূড়ান্ত ভোগান্তি উইন্ডোজ ইউজারদের। কম্পিউটার খুললেই তাঁদের স্ক্রিনে ভেসে উঠছে নীল পর্দা। সেখানে বলা হচ্ছে, কম্পিউটার বা ল্যাপটপ আপডেট নিচ্ছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আপডেট নেওয়ার পরেও কাজ করছে না তাঁদের ডিভাইস। বিশ্বজুড়ে মাইক্রোসফটের এই বিভ্রাটের জেরে ব্যাহত হচ্ছে বিমানবন্দর থেকে শুরু করে ব্যাঙ্কিং পরিষেবা। উইন্ডোজ জানিয়েছে, ক্রাউডস্ট্রাইক আপডেট হওয়ার কারণে এই সমস্যা। এর ফলে […]
‘গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করতে হবে’, কোয়াড সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী মোদি
আমেরিকায় গিয়ে কোয়াড সম্মেলনে যোগ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সম্মেলনে যোগ দেওয়ার আগে তিনি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে। এছাড়াও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গেও বৈঠক করেছেন মোদি। তারপরেই কোয়াড সম্মেলনে যোগ দিয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘এমন একটা সময়ে আমাদের এই বৈঠক হচ্ছে, যখন বিশ্বের […]