চোর সন্দেহে কেন্দ্রীয় বাহিনীর হাতে রাতভর মারধরে মৃত্যু হল যুবকের, গুরুতর আহত আরও এক

কেন্দ্রীয় বাহিনীর মারে মৃত্যু হল এক যুবকের। গতকার কুলটি সেল গ্রোথ কারখানায় চুরি করতে ঢুকে ধরা পড়ে সিআইএসএফ-এর জওয়ানদের হাতে। তারা বেধড়ক পেটায় দুই যুবককে বলে অভিযোগ। রাতভর মারধর করার পর আশঙ্কাজনক অবস্থায় দুজনকেই কারখানার সীমানার বাইরে ফেলে দেয় কেন্দ্রীয় বাহিনী বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটি থানার এলসি মোড় সংলগ্ন এলাকায়। সোমবার সকালে এই দুজনকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ এসে দুজনকেই উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। জখম দুজনের মধ্যে একজন, বিকি রবিদাসের পরিবারের দাবি বিকি ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে। একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। ঘটনার প্রতিবাদে কুলটি সেল গ্রোথ কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে কুলটি থানার পুলিশ মোতায়েন হয়েছে।

error: Content is protected !!