কেন্দ্রীয় বাহিনীর মারে মৃত্যু হল এক যুবকের। গতকার কুলটি সেল গ্রোথ কারখানায় চুরি করতে ঢুকে ধরা পড়ে সিআইএসএফ-এর জওয়ানদের হাতে। তারা বেধড়ক পেটায় দুই যুবককে বলে অভিযোগ। রাতভর মারধর করার পর আশঙ্কাজনক অবস্থায় দুজনকেই কারখানার সীমানার বাইরে ফেলে দেয় কেন্দ্রীয় বাহিনী বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটি থানার এলসি মোড় সংলগ্ন এলাকায়। সোমবার সকালে এই দুজনকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ এসে দুজনকেই উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। জখম দুজনের মধ্যে একজন, বিকি রবিদাসের পরিবারের দাবি বিকি ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে। একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। ঘটনার প্রতিবাদে কুলটি সেল গ্রোথ কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে কুলটি থানার পুলিশ মোতায়েন হয়েছে।
Related Posts
মালদায় নবম শ্রেণির আদিবাসী নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার চিকিৎসক
প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ দেওয়ার নামকরে আদিবাসী নাবালিকাকে বাড়িতে ডেকে ধর্ষণের অভিযোগ এক হাতুড়ে চিকিৎসকের বিরুদ্ধে। মালদার হবিবপুর থানা এলাকায় গত বুধবার ওই ঘটনা ঘটে। গতকাল নাবালিকার পরিবারের পক্ষ থেকে হবিবপুর থানায় ওই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে অভিযুক্ত হাতুড়ে চিকিৎসক সুবল মণ্ডলকে পুলিশ আটক করেছে। সূত্রের খবর, ওই নাবালিকা স্থানীয় একটি স্কুলের […]
পুলিশ ক্লিয়ারেন্স সার্টফিকেট পেতে যেতে হবে না থানায়, অনলাইনেই করা যাবে আবেদন, বদলে গেল নিয়ম
যেকোনও সরকারি চাকরির জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রয়োজন হয়। তবে এই সার্টিফিকেট পেতে গিয়ে নানান ঝামেলা পোহাতে হয় চাকরি প্রার্থীকে। ছুটে যেতে হয় পুলিশের কাছে। তবে এবার আর এই সার্টিফিকেটের জন্য ছুটতে হবে না থানা বা পুলিশ সুপারের অফিসে। এবার একেবারে বাড়িতে বসেই মাত্র কয়েক দিনের মধ্যেই হাতে পাওয়া যাবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। এর ফলে […]
গুরুতর জখম মানিকচকের আইসি, আত্মরক্ষার্থেই গুলি চালিয়েছিল পুলিশ, বললেন মালদার এসপি
মালদার মানিকচকে বৃহস্পতিবার স্থানীয়দের অবরোধ তুলতে গিয়ে আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে পুলিশ। সাংবাদিক বৈঠক করে দাবি করলেন মালদার পুলিশ সুপার প্রদীপকুমার যাদব। তিনি এ-ও জানিয়েছেন, অবরোধকারীদের একাংশ পুলিশকে লক্ষ্য করে ইটও ছুড়েছে। আইসি সহ ৩জন পুলিশ কর্মী গুরুতর আহত। এই ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনকে আটক করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইন মেনে ব্যবস্থা নেওয়া হবে বলেও […]