এবার থেকে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মতো ASL নিরাপত্তা পাবেন RSS প্রধান মোহন ভাগবত

এবার থেকে ASL নিরাপত্তা বেষ্টনী বলয়ে মোহন ভাগবত। নিরাপত্তা আরও জোরদার করা হল মোহন ভাগবতের। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সমতুল্য এবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবতের নিরাপত্তা ব্যবস্থা করা হল। ভাগবত এতদিন জেড প্লাস নিরাপত্তা পেতেন। এখন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ যে নিরাপত্তা বলয় পান, সেই নিরাপত্তা পাবেন তিনি। এমনই সিদ্ধান্ত নিল স্বরাষ্ট্র মন্ত্রক বলে খবর। আগে মোহন ভাগবতকে ঘিরে থাকত ৫৫ জন সিআইএসএফ কমান্ডো। আর এবার ASL নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকবেন মোহন ভাগবত। এখন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রধান আধাসেনার বদলে মোহন ভাগবতের নিরাপত্তার দায়িত্ব পেল জাতীয় সুরক্ষা দল। হেলিকপ্টার যাত্রার সময়ও আকাশপথে তাঁর নিরাপত্তার দায়িত্ব থাকবে তারাই বলে স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর। বেশ কয়েকটি ইসলামিক ও অন্যান্য সংগঠন তাঁকে মেরে ফেলার হুমকি দিয়েছে। তারপরেই তড়িঘড়ি ভাগবতের নিরাপত্তা আঁটোসাঁটো করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। 

error: Content is protected !!