কাঁচরাপাড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের ৪ নং কুলিয়া রোড এলাকায় গভীর রাতে এক তৃণমূল নেতাকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি চালাল দুস্কৃতীরা। অল্পের জন্য প্রাণে বাঁচলেন ওই হোটেল ব্যবসায়ী। পেশায় হোটেল ব্যবসায়ী ওই নেতার নাম রামাশঙ্কর গিরি। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলি গিয়ে লাগে এক টোটো চালকের কানে। নেপাল দাস নামে ওই টোটোচালক বিশ্বকর্মা পুজোর দিন রাতে টোটো চালিয়ে বাড়ি ফিরছিলেন। জানা গিয়েছে, প্রথমে দু রাউন্ড গুলি চালায় দুস্কৃতীরা। সেগুলো লক্ষ্যভ্রষ্ট হওয়ায় আবার তিন নম্বর গুলি চালায় দুস্কৃতীরা। সেই গুলিতে আহত হন টোটোচালক নেপাল দাস। তাঁর কান ছুঁয়ে গুলি বেরিয়ে যায়। কান ফেটে রক্তাক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই স্থানীয় বাসিন্দারা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কল্যাণীর জহর লাল নেহেরু হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় এলাকায় যথেষ্টই আতঙ্ক ছড়িয়েছে। কারণ রামাশংকর গিরি শুধুমাত্র হোটেল ব্যবসায়ীই নন তিনি একজন বিশিষ্ট সমাজসেবীও। উত্তর ২৪ পরগণা জেলার হিন্দি প্রকোষ্ঠের একজন প্রভাবশালী নেতাও তিনি। যদিও সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে বীজপুর থানার পুলিশ। এখনও পর্যন্ত একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে তারা।
Related Posts
‘বাংলাকে অপমান করার ছক, সন্দেশখালির স্টিং ভিডিও প্রমাণ করে দিল বিজেপি ভিতর থেকেই পচা’, বললেন মুখ্যমন্ত্রী
সন্দেশখালির ঘটনা পুরোপুুরি সাজানো, চক্রান্ত৷ সন্দেশখালি কাণ্ডে নিয়ে একটি ভিডিও এ দিন সকাল থেকে ভাইরাল হওয়ার পরই রানাঘাটের সভা থেকেই এই অভিযোগ করেন মুখ্যমন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সন্দেশখালি নিয়ে ভাল নাটক তৈরি করেছিল৷ আসল তথ্য ফাঁস হয়ে গিয়েছে৷ আমি অনেকদিন ধরেই বলছিলাম এটা পরিকল্পনা, নাটক৷ সন্দেশখালির স্টিং দেখে বোঝা যায় বিজেপির মধ্যে পচন কতটা গভীর। […]
কপ্টারে তল্লাশির বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
বেহালা ফ্লাইং ক্লাবের হেলিকপ্টারে আয়কর দফতরের তল্লাশির নামে হুমকি এবং গা-জোয়ারির পরিপ্রেক্ষিতে কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। একইসঙ্গে, আইনত পদক্ষেপ করা হচ্ছে। স্পষ্ট জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন আগামী দু’এক দিনের মধ্যে হাইকোর্টে যাবো। সিসিটিভি ফুটেজ এয়ারপোর্টস অথোরিটির কাছে আছে। সেই ফুটেজ আমরা দেব। সোমবার তমলুকে দলীয় বৈঠকের শেষে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক স্পষ্ট ভাষায় […]
রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, কেন চুপ প্রধানমন্ত্রী মোদি? প্রশ্ন মুখ্যমন্ত্রীর
রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগ নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বর্ধমান পূর্ব লোকসভা আসনে রায়নায় নির্বাচনী প্রচারে ধুয়ে দিলেন রাজ্যপালকে। সি ভি আনন্দ বোসকে নিশানা করে মুখ্যমন্ত্রী বললেন, “রাজভবনে একটা ছোট মেয়ের সঙ্গে কী করেছেন রাজ্যপাল। সেখানেই রাতে থেকে এলেন প্রধানমন্ত্রী। আমি মেয়েটির কান্নার ভিডিও দেখেছি।পরপর দুবার শ্লীলতাহানি হয়েছে।” শ্লীলতাহানির অভিযোগের আবহে রাজভবনে […]