কাঁচরাপাড়ায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি

 কাঁচরাপাড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের ৪ নং কুলিয়া রোড এলাকায় গভীর রাতে এক তৃণমূল নেতাকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি চালাল দুস্কৃতীরা। অল্পের জন্য প্রাণে বাঁচলেন ওই হোটেল ব্যবসায়ী। পেশায় হোটেল ব্যবসায়ী ওই নেতার নাম রামাশঙ্কর গিরি। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলি গিয়ে লাগে এক টোটো চালকের কানে। নেপাল দাস নামে ওই টোটোচালক বিশ্বকর্মা পুজোর দিন রাতে টোটো চালিয়ে বাড়ি ফিরছিলেন। জানা গিয়েছে, প্রথমে দু রাউন্ড গুলি চালায় দুস্কৃতীরা। সেগুলো লক্ষ্যভ্রষ্ট হওয়ায় আবার তিন নম্বর গুলি চালায় দুস্কৃতীরা। সেই গুলিতে আহত হন টোটোচালক নেপাল দাস। তাঁর কান ছুঁয়ে গুলি বেরিয়ে যায়। কান ফেটে রক্তাক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই স্থানীয় বাসিন্দারা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কল্যাণীর জহর লাল নেহেরু হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় এলাকায় যথেষ্টই আতঙ্ক ছড়িয়েছে। কারণ রামাশংকর গিরি শুধুমাত্র হোটেল ব্যবসায়ীই নন তিনি একজন বিশিষ্ট সমাজসেবীও। উত্তর ২৪ পরগণা জেলার হিন্দি প্রকোষ্ঠের একজন প্রভাবশালী নেতাও তিনি। যদিও সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে বীজপুর থানার পুলিশ। এখনও পর্যন্ত একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে তারা।

error: Content is protected !!