গুজরাত টাইটানসকে ৩৩ রানে হারালো লখনউ সুপার জায়ান্টস 

লখনউ সুপার জায়ান্টস: ১৬৩/৫ (স্টয়নিস-৫৮, রাহুল-৩৩)
গুজরাট টাইটান্স: ১৩০/১০ (সুদর্শন-৩১)
৩৩ জয়ী লখনউ সুপার জায়ান্টস

অবশেষে রবিবাসরীয় সন্ধ্যায় লক্ষ্যপূরণ। মধুর প্রতিশোধের হাত ধরেই এল হল জয়ের হ্যাটট্রিক। লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক কেএল রাহুল টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। লখনউ সুপার জায়ান্টসের শুরুটা ছিল খুব খারাপ ছিল। পাওয়ারপ্লেতেই দুটি উইকেট হারায় দলটি। কুইন্টন ডি কক চার বলে ৬ রান করার পর আউট হন এবং দেবদূত পাডিক্কাল সাত রান করার পর আউট হন। এরপরে ৩১ বলে ৩৩ রান করে আউট হন ক্যাপ্টেন কেএল রাহুল। ৪৩ বলে ৫৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন মার্কাস স্টইনিস। ১১ বলে ২০ রান করে আউট হন আয়ুশ বাদোনি। এর জবাবে গুজরাত টাইটান্স শুরুটা ভালো করেছিল। পাওয়ারপ্লেতে গুজরাট এক উইকেট হারিয়ে ৫৪ রান তোলে। ২১ বলে ১৯ রান করে আউট হন অধিনায়ক শুভমন গিল। এক রান করে আউট হন কেন উইলিয়ামসন। সাই সুদর্শন ২৩ বলে ৩১ রান করে আউট হন। মাত্র দুই রান করতে পারেন শরৎ। ১২ রান করে প্যাভিলিয়নে ফেরেন দর্শন নালকান্দে। রশিদ খানও শূন্য করে সাজঘরে ফিরে যান। উমেশ যাদব চার বলে ২ রান করে। নূর চার রান করে আউট হন। রাহুল তেওয়াটিয়া করেন ২৫ বলে ৩০ রান। চার ওভার বল করে ৩.৫ ওভারে ৩০ রান দিয়ে পাঁচ উইকেট নেন যশ ঠাকুর। ১৮.৫ ওভারে ১৩০ রানে শেষ হয়ে যায় গুজরাতের ইনিংস। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!