স্বেচ্ছায় পদত্যাগ করলেন অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার ঠিক বিকেল ৪টে নাগাদ দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার কাছে ইস্তফাপত্র জমা দেন তিনি। দিল্লির নয়া মুখ্যমন্ত্রী হবেন আতিশি। সদ্যই শর্তসাপেক্ষ জামিনে তিহার জেল থেকে মুক্তি পেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। জেল থেকে বেরিয়েই চমক দেন তিনি। দিল্লিবাসীর উদ্দেশে কেজরিওয়ালের ঘোষণা, ‘আমি দু’দিন পর দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেব। মানুষের সমর্থন ফেলে তবেই ফিরব। প্রয়োজনে সমর্থন কুড়োতে মানুষের বাড়ি বাড়ি যাব। মানুষের রায় না পাওয়া পর্যন্ত মুখ্যমন্ত্রীর চেয়ারে বসব না।’ এ কথা ঘোষণার পর থেকেই জাতীয় রাজনীতিতে হইচই পড়ে যায়। অরবিন্দ কেজরিওয়াল ইস্তফা দেওয়ার সঙ্গে সঙ্গেই দিল্লিতে নির্বাচন হবে কিনা, তা নিয়েও প্রশ্ন উঠছে। কেজরিওয়ালের আর্জি নভেম্বরেই মহারাষ্ট্রের সঙ্গে সঙ্গে দিল্লিতেও করানো হোক বিধানসভা নির্বাচন। এ দিকে, মঙ্গলবারই তাঁর কিচেন ক্যাবিনেটের অন্যতম ভরসার নেত্রী আতিশিকে নিজের কুর্সিতে বসানোর কথা ঘোষণা করেন কেজরিওয়াল। আতিশি দায়িত্ব পেয়েই দিল্লিবাসীর কাছে আর্জি জানান, বিপুল সমর্থন দিয়ে আপনাদের ছেলেকে আবার মুখ্যমন্ত্রী পদে নিয়ে আসুন।
Related Posts
বাচ্চাদের মার্শাল আর্ট শেখালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী
‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’য় বেরিয়ে বাচ্চাদের মার্শাল আর্ট শিখিয়ে ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার ‘জাতীয় ক্রীড়া দিবস’-এ সেই মার্শাল আর্টেরই ভিডিও-ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করল কংগ্রেস। আর তা নিয়ে ফের একবার চর্চায় রাগা। ১৪ জানুয়ারি মণিপুর থেকে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র সূচনা করেছিলেন রাহুল। দু’মাস ঘুরে সেই যাত্রা শেষ হয়েছিল মুম্বইয়ে। এই যাত্রা চলাকালীন […]
স্কুলের পর এবার দিল্লির একের পর এক হাসপাতাল বোমা মেরে ওড়ানোর হুমকি
দিন কয়েক আগেই দিল্লি এবং এনসিআরের প্রায় ১০০টি স্কুলে বোমাতঙ্ক ছড়িয়েছিল। এ বার আর ইমেল বার্তা নয়, রাজধানীর বেশ কয়েকটি হাসপাতালে বোমায় ওড়ানোর হুমকি দিয়ে ফোন করা হয়েছে। আর এই হুমকি ফোন পাওয়ার পরই আতঙ্ক ছড়িয়েছে হাসপাতালগুলিতে। সূত্রে খবর, মঙ্গলবার সকালে দিল্লির চারটি হাসপাতালে ওই হুমকি দিয়ে ফোন করা হয়েছে। সেই ফোন পাওয়ার পরই হাসপাতাল […]
ফের দাম বাড়ল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের
সেপ্টেম্বর মাসের প্রথম দিন অর্থাৎ রবিবার থেকে দামি হল রান্নার গ্যাস ৷ তেল বিপণন সংস্থাগুলি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়েছে ৷ এলপিজির দামের আকস্মিক বৃদ্ধি রেস্তোরাঁ এবং হোটেল থেকে শুরু করে ছোট-বড় শিল্প-সহ বিভিন্ন ক্ষেত্রের খরচকে প্রভাবিত করতে পারে ৷ আসলে, ফের একবার ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামে পরিবর্তন করা হয়েছে । বাণিজ্যিক এলপিজি […]