জামিনের মেয়াদ আরও ৭ দিন বৃদ্ধির আবেদন করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

 ফের কেরজিওয়ালের নয়া ফন্দি। সুপ্রিম কোর্টে নিজের জামিনের মেয়াদ আরও সাতদিন বাড়ানোর আবেদন করল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর দাবি, তিহার জেল কর্তৃপক্ষের অবহেলার শিকার তিনি। ফলে শারীরিকভাবে তিনি বেশ খানিকটা দুর্বল। প্রসঙ্গত আবগারি কেলেঙ্কারি মামলায় কেজরিওয়ালকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় সংস্থা। এরপর ভোটের প্রচারের জন্য ১ জুন পর্যন্ত অন্তবর্তী জামিন পান দিল্লির মুখ্যমন্ত্রী। তবে ২ জুনের মধ্যে কেজরিকে ফের তিহার জেলে ফেরত যেতে হবে বলেই জানিয়েছে সুপ্রিম কোর্ট। অন্যদিকে কেজরির আইনি পরামর্শদাতারা জানিয়েছেন তাঁর ডায়বেটিসের মাত্রা অনেকটা বেশি। এরফলে তাঁর রক্তে গ্লুকোজের পরিমান ওঠানামা করছে। তিহার জেলে সঠিকভাবে তাঁর যত্ন হচ্ছে না বলে দাবি করেছেন কেজরিওয়ালের আইনজীবীও। প্রসঙ্গত, জেল হেফাজতে থাকাকালীন কেজরির প্রায় সাত কেজি ওজন কমেছে। ফলে কেজরির এই নয়া আবেদন শীর্ষ আদালত কতটা গ্রাহ্য করে সেটাই এবার দেখার। 

error: Content is protected !!