ফের কেরজিওয়ালের নয়া ফন্দি। সুপ্রিম কোর্টে নিজের জামিনের মেয়াদ আরও সাতদিন বাড়ানোর আবেদন করল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর দাবি, তিহার জেল কর্তৃপক্ষের অবহেলার শিকার তিনি। ফলে শারীরিকভাবে তিনি বেশ খানিকটা দুর্বল। প্রসঙ্গত আবগারি কেলেঙ্কারি মামলায় কেজরিওয়ালকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় সংস্থা। এরপর ভোটের প্রচারের জন্য ১ জুন পর্যন্ত অন্তবর্তী জামিন পান দিল্লির মুখ্যমন্ত্রী। তবে ২ জুনের মধ্যে কেজরিকে ফের তিহার জেলে ফেরত যেতে হবে বলেই জানিয়েছে সুপ্রিম কোর্ট। অন্যদিকে কেজরির আইনি পরামর্শদাতারা জানিয়েছেন তাঁর ডায়বেটিসের মাত্রা অনেকটা বেশি। এরফলে তাঁর রক্তে গ্লুকোজের পরিমান ওঠানামা করছে। তিহার জেলে সঠিকভাবে তাঁর যত্ন হচ্ছে না বলে দাবি করেছেন কেজরিওয়ালের আইনজীবীও। প্রসঙ্গত, জেল হেফাজতে থাকাকালীন কেজরির প্রায় সাত কেজি ওজন কমেছে। ফলে কেজরির এই নয়া আবেদন শীর্ষ আদালত কতটা গ্রাহ্য করে সেটাই এবার দেখার।
Related Posts
মহারাষ্ট্রের ভারী বৃষ্টির জেরে মৃত ৭, জারি লাল সতর্কতা
মহারাষ্ট্র জুড়ে ভারী বৃষ্টির জেরে মৃত্যু হয়েছে অন্তত ৭ জনের। এর মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে পুনে শহরেই। এদিকে ভারী বৃষ্টির জেরে মুম্বইও ডুবে গিয়েছে। আজ আইএমডি-র তরফ থেকে লাল সতর্কতা জারি করা হয়েছে মুম্বই লাগোয়া বেশি কিছু জায়গার জন্যে। এই আবহে আজ আরও কঠিন পরিস্থিতি তৈরি হতে পারে বাণিজ্যনগরীতে। এর আগে গতকাল মুম্বইতে ১১টি […]
এসএসসি মামলায় হাইকোর্টের ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ, শীর্ষ আদালতে রাজ্য সরকার
নির্বিচারে’ রাজ্যের ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট ৷ এসএসসি দুর্নীতি মামলায় উচ্চ আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এই অভিযোগে বুধবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার ৷ রাজ্যের তরফে আবেদন পত্রে জানান হয়েছে, সরকার এবং মামলাকারীদের সময় না দিয়ে চাকুরিজীবীদের পুরো প্যানেল বাতিন করে দিয়েছে উচ্চ আদালত ৷ এই নির্দেশের প্রভাব কী […]
একটানা ভারি বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, মৃত্যুর সংখ্যা বেড়ে ১৪
ফের বন্যা পরিস্থিতি উত্তর প্রদেশের জেলায় জেলায়। জারি মৃত্যুমিছিল। গত কয়েকদিনে একটানা ভারি বৃষ্টির জেরে ঘরছাড়া বহু মানুষ। আরও বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তর প্রদেশে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, গত কয়েকদিন একটানা ভারি বৃষ্টির জেরে উত্তর প্রদেশের অধিকাংশ নদীই বিপদসীমার উপরে বইছে। গঙ্গা, ঘাগড়া, যমুনা, কল্পি, শারদা নদীর জলস্তর বিপজ্জনকভাবে বেড়েছে। প্রয়াগরাজে গঙ্গা, যমুনা নদীর জলস্তর বেড়ে […]