রাজভবনে শ্লীলতাহানি কাণ্ডে নয়া মোড়। রাজ্যপালের সিসিটিভি ফুটেজের পালটা সিসিটিভি ফুটেজ হাতিয়ার কলকাতা পুলিসের। ২ মে রাজভবনের সিঁড়ি দিয়ে কাঁদতে কাঁদতে নেমে আসছেন অভিযোগকারিণী। কলকাতা পুলিশের হাতে এসেছে সেই সিসিটিভি ফুটেজ। দাবি পুলিশ সূত্রের। পুলিশের হাতে যে ফুটেজ এসেছে সেটা বিকেল ৫.১৫ মিনিটের। যেখানে তাঁকে কাঁদতে কাঁদতে সিঁড়ি দিয়ে নামতে দেখা যাচ্ছে। এরপর সেখান থেকে ওই তরুণী স্পেশাল সেক্রেটারির চেম্বারে যান। সেখানে একজন চিকিৎসক ছিলেন। তিনি তাঁকে কাঁদতে-কাঁপতে দেখে আশ্বস্ত করার চেষ্টা করেন। সেখানে ১০ মিনিট ছিলেন। এরপর সেখান থেকে বেরিয়ে ওই তরুণী ওসি রাজভবনের ঘরের দিকে যান। উল্লেখ্য, গতকালই “সচ কা সামনা” বলে একটি অনুষ্ঠান ঘোষণা করে ২ মে, যেদিন ওই ঘটনা ঘটে বলে অভিযোগ, সেদিনের ১ ঘণ্টা ৯ মিনিটের (বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যে ৬টা ৪০-এর) সিসিটিভির ফুটেজ প্রকাশ্যে আনে রাজভবন। তবে সেই সিসিটিভি ফুটেজ মূলত রাজভবনের মেইন গেটের পুলিশের আউটপোস্ট সংলগ্ন দুটো সিসিটিভির। যেখানে অভিযোগকারিণী রাজভবনের দিক থেকে হেঁটে ওসি রাজভবনের ও অতিরিক্ত চেম্বারে কখন ঢুকছেন তা দেখানো হয়। সেখানে যদিও তরুণীর কাঁদতে কাঁদতে সিঁড়ি দিয়ে নেমে আসার এই ফুটেজটি দেখানো হয়নি।
Related Posts
মাধ্যমিকের ফল প্রকাশ, মেধা তালিকায় এবার ৫৭ জন, পাশ হার ৮৬.৩১ শতাংশ
৮০ দিনের মাথায় ঘোষণা হল এ বছরের মাধ্যমিকের ফলাফল। চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি, শেষ হয় ১২ ফেব্রুয়ারি। চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ৯,২৩,০১৩ জন পড়ুয়া। এদের মধ্যে ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা- ৪,০৫,৯৯৪। ছাত্রী পরীক্ষার্থীদের সংখ্যা- ৫,১৭০,১৯ জন। অর্থাৎ পুরুষ পরীক্ষার্থীর থেকে মহিলা পরীক্ষার্থীর পাশের হার বেশি। চলতি বছর মোট ৭৬৫২৫২ পরীক্ষর্থী পাশ […]
নবান্ন অভিযান নামে অশান্তির অভিযোগে গেস্টহাউস থেকে গ্রেফতার ছাত্র সমাজের আরও ১ নেতা প্রবীর দাস
ছাত্র সমাজের আরও এক নেতাকে গ্রেফতার করল পুলিস। এনিয়ে তৃতীয়জন গ্রেফতার হল। এর আগে সায়ন লাহিড়ি ও শুভঙ্করকে গ্রেফতার করেছিল পুলিশ। এবার গ্রেফতার প্রবীর দাস। নবান্ন অভিযানে গোলমালের ক্ষেত্রে এদের বড় ভূমিকা ছিল। সাংবাদিক সম্মেলন করে ওই তিনজন নবান্ন অভিযানের ডাক দেয়। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে নবান্ন অভিযান করে ছাত্র সমাজ নামে একটি অজানা সংগঠন। সেই […]
ফের মা উড়ালপুলে দুর্ঘটনা, বাইক থেকে ছিটকে ফ্লাইওভারের নীচে পড়লেন আরোহী
চলতি সপ্তাহে আবারও ভয়াবহ দুর্ঘটনা মা উড়ালপুলে। এবার বাইক থেকে ফ্লাইওভারের গার্ডওয়াল টপকে ৮০ ফুট নীচে পড়লেন এক বাইক আরোহী। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন এক বেসরকারি হাসপাতালে। পুলিশ সূত্রে খবর, বুধবার দুর্ঘটনাটি ঘটেছে সকাল সাড়ে আটটা নাগাদ। তিলজলা ট্রাফিক গার্ডের কাছে। বাইকটি ইএম বাইপাসের দিকে যাচ্ছিল। অন্য একটি বাইককে ওভারটেক […]