সানরাইজার্স হায়দরাবাদকে হারালো মুম্বই ইন্ডিয়ান্স

টানা চারটি ম্যাচে পরাজয়ের পর আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদকে হারাল হার্দিক পাণ্ডিয়ার দল। টপ অর্ডারের ব্যর্থতা ঢেকে অনবদ্য ইনিংস খেললেন সূর্যকুমার যাদব। যোগ্য সঙ্গত দিলেন তিলক বর্মা। তার আগে বল হাতে এদিন চেনা ছন্দে ফেরেন হার্দিক পাণ্ডিয়া। তাঁর সঙ্গে পীযূষ চাওলাও নেন ৩ উইকেট। টস জিতে ফিল্ডিং নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৩ রান তোলে সানরাইজার্স। ৩০ বলে সর্বাধিক ৪৮ করেন ট্রাভিস হেড। তার আগে এই ম্যাচে অভিষেক হওয়া অংশুল কম্বোজের বলে বোল্ড হয়েও রক্ষা পান বলটি নো বল হওয়ায়। অভিষেক শর্মা ১১, ময়াঙ্ক আগরওয়াল ৫, নীতীশ কুমার রেড্ডি ২০, হেইনরিখ ক্লাসেন ২, মার্কো জানসেন ১৭, শাহবাজ আহমেদ ১০, আবদুল সামাদ ৩ রান করেন। অধিনায়ক প্যাট কামিন্স ১৭ বলে ৩৫ ও সানবীর সিং ৭ বলে ৮ রানে অপরাজিত থাকেন। হার্দিক পাণ্ডিয়া ৪ ওভারে ৩১ ও পীযূষ চাওলা ৪ ওভারে ৩৩ রান দিয়ে তিনটি করে উইকেট নেন। অভিষেক ম্য়াচে ৪ ওভারে ৪২ রান দিয়ে ১ উইকেট অংশুল কম্বোজের। জসপ্রীত বুমরাহ ৪ ওভারে ২৩ রান দিয়ে ১ উইকেট পান। জবাবে খেলতে নেমে মুম্বই ইন্ডিয়ান্স মসৃণভাবে এগোতে পারছিল না। ১.৩ ওভার থেকে ৪.৪ ওভার পর্যন্ত ব্যাট থেকে কোনও রান আসেনি। যদিও সানরাইজার্স হায়দরাবাদের অতিরিক্ত রানের বন্যায় অস্বস্তি বাড়েনি মুম্বইয়ের। পাওয়ারপ্লেতে সবচেয়ে বেশি অতিরিক্ত রান দেওয়ার রেকর্ড গড়ে প্যাট কামিন্সের দল। ঈশান কিষাণ ৯, রোহিত শর্মা ৪ ও নমন ধীর শূন্য রানে আউট হন। ৪.১ ওভারে ৩১ রানে তিন উইকেট হারানোর পর দলের হাল ধরেন সূর্যকুমার যাদব ও তিলক বর্মা। তাঁদের জুটিই মুম্বই ইন্ডিয়ান্সকে চলতি মরশুমের চতুর্থ জয়টি এনে দেয়। সূর্যকুমার আইপিএল কেরিয়ারের দ্বিতীয় শতরানটি পেলেন আজ। গত বছরও তিনি সেঞ্চুরি করেছিলেন আইপিএলে। ১২টি চার ও ৬টি ছয়ের সাহায্যে ৫১ বলে ১০২ রানে অপরাজিত থাকেন সূর্য। ৩২ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন তিলক। ভুবনেশ্বর কুমার, মার্কো জানসেন ও প্যাট কামিন্স ১টি করে উইকেট নেন। ১৭.২ ওভারেই সাত উইকেটে জয় ছিনিয়ে নিল মুম্বই। হার্দিকরা জেতায় নেট রান রেটের নিরিখে পয়েন্ট তালিকার দশম স্থানে চলে গেল গুজরাত টাইটান্স। মুম্বই ইন্ডিয়ান্স ১২ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে উঠে এলো নবম স্থানে।

error: Content is protected !!